রাস্তায় দাঁড়িয়ে জোভানকে ‘খেয়ে ফেলবেন’ বলে তেড়ে গিয়েছিলেন যে ‘পাগলি’, শেষ পর্যন্ত তাকেই উদ্ধার করে নিজের হাতে ভাত খাইয়ে দিলেন অভিনেতা। ছোট পর্দার জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও কেয়া পায়েলকে নিয়েই এখন এই মজার গল্প।

কয়েক দিন আগে কেয়ার এলোমেলো চুল আর মলিন পোশাকের পাগল লুক ভাইরাল হয়েছিল। সেই ঘটনার ধারাবাহিকতায় সোমবার জোভান ফেসবুকে দুটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, শুটিংয়ের বিরতিতে সেই একই পাগল বেশে মনোযোগ দিয়ে ভাত খাচ্ছেন কেয়া।

ক্যাপশনে জোভান লিখেছেন, ‘পাগলিটারে উদ্ধার কইরা ভাত খাইতে দিছি।’ এই এক লাইনে পুরো টাইমলাইন হাসিতে ভরে গেছে। একজন লিখেছেন, ‘আহারে কিউট পাগলি।’ আরেকজন মজা করে বললেন, ‘শেষমেশ কিন্তু এই পাগলিটাকেই বিয়ে করবেন।’ কেউ আবার সতর্ক করে বললেন, ‘দেখবেন, এই পাগলির প্রেমেই ডুবে যাবেন।’

অনেকে খাবারের মেন্যু নিয়েও কৌতূহলী ছিলেন। একজন প্রশ্ন করেছেন, ‘কী দিয়ে খাইতে দিলেন?’ আবার কেউ জোভানের মানবিক দিক দেখে লিখেছেন, ‘নাটকের বাইরে এদের নাটকই বেশি মজার।’

এর আগে একটি ভিডিওতে কেয়াকে মানসিক ভারসাম্যহীন নারীর চরিত্রে জোভানের দিকে তেড়ে গিয়ে বলতে শোনা গিয়েছিল, ‘এক্কেরে খাইয়া ফেলমু কিন্তু।’ সেটাও ছিল নাটকের শুটিংয়ের দৃশ্য। নাটকের নাম এখনো প্রকাশ হয়নি, তবে এই অফ-স্ক্রিন খুনসুটি দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে। সবাই এখন অপেক্ষায় আছে, পর্দায় এই জুটির রসায়ন দেখার জন্য।