২০১০ সালে বান্দরবান থেকে ঢাকায় আসেন জৌপারী লুসাই। পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলেন, অভিনয়ে আসার কোনো পরিকল্পনাই ছিল না। কিন্তু ২০১২ সালে এনটিভির টেলিফিল্ম শেষ বলে কিছু নেই-এ অভিনয়ের সুযোগ পান। তখন তিনি বিএএফ শাহীন কলেজের ছাত্রী। এক বন্ধুর মাধ্যমে জানতে পারেন, নির্মাতা মেজবাউর রহমান এক কিশোরী চরিত্রে অভিনেত্রী খুঁজছেন। অডিশন দিয়ে টিকে যান, আর সেখান থেকেই শুরু হয় তাঁর অভিনয়যাত্রা।
প্রথমবার টিভিতে নিজের অভিনয় দেখার অভিজ্ঞতাকে জৌপারী তুলনা করেছেন ‘প্রথম প্রেমে পড়ার’ সঙ্গে। পরিবারের সদস্য ও বন্ধুদের উৎসাহেই তিনি অভিনয় চালিয়ে যাওয়ার অনুপ্রেরণা পান।
‘রেহানা মরিয়ম নূর’ থেকে ‘আমি বীরাঙ্গনা বলছি’
আবদুল্লাহ মোহাম্মদ সাদের রেহানা মরিয়ম নূর সিনেমায় ‘মিমি’ চরিত্রে অভিনয় করে জৌপারী আলোচনায় আসেন। এটি ২০২১ সালে বাংলাদেশের প্রথম সিনেমা হিসেবে কান চলচ্চিত্র উৎসবের ‘আঁ সার্তে রিগা’ বিভাগে মনোনয়ন পায়। তিনি জানান, প্রযোজনা প্রতিষ্ঠান খেলনাছবির বিজ্ঞাপনচিত্রে কাজ করার সময় সাদের সঙ্গে পরিচয় হয়। সেই সূত্রেই পান সিনেমাটির সুযোগ।
জৌপারী বলেন, “সিনেমাটি করার আগে অভিনয় নিয়ে খুব একটা ধারণা ছিল না। এই কাজটাই আমাকে সিরিয়াস করেছে। তখনই বুঝেছি, এটাই করতে চাই।”
এরপর বঙ্গ অরিজিনাল সিরিজ BNG এবং স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র Survive-এ কাজ করে তরুণ দর্শকের নজর কাড়েন। দুটি কাজের জন্যই তিনি দারুণ সাড়া পেয়েছেন।
নিজের অভিনয়জীবনে টার্নিং পয়েন্ট নিয়ে জৌপারী বলেন, “কোনো একটা কাজ আলাদা করে বলা কঠিন। আমি প্রতিটি কাজই মন দিয়ে করি, ভালোবেসে করি।”
অভিনয়ে নিজেকে আরও পরিপক্ব করতে নাট্যব্যক্তিত্ব সৈয়দ জামিল আহমেদের কর্মশালায় অংশ নেন তিনি। পরে জামিল আহমেদ পরিচালিত আমি বীরাঙ্গনা বলছি-এ এক নির্যাতিতা পাহাড়ি নারীর চরিত্রে অভিনয় করেন।
‘পারফেক্ট ওয়াইফ’-এ জাপানি ইরা
২২ অক্টোবর চরকিতে মুক্তি পাওয়া পারফেক্ট ওয়াইফ-এ একজন জাপানি তরুণী ‘ইরা’-র চরিত্রে অভিনয় করেছেন জৌপারী। গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত এই ফিকশন মুক্তির পর তিনি পেয়েছেন দারুণ প্রশংসা।
জৌপারী বলেন, “অনেকে বলেছেন, তুমি রোবট না মানুষ চরিত্রটা এতটাই বিশ্বাসযোগ্য লেগেছে।”
সেলিমের সঙ্গে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি যোগ করেন, “উনি অভিনয়কে যেভাবে পরিচালনা করেন, সেটা দারুণ। অনেক স্বাধীনতা দিয়েছিলেন। রেহানা মরিয়ম নূর-এর সময় যেমন সাদ ভাই বলেছিলেন ‘যেভাবে ইচ্ছে করো’ এই কাজেও তেমনই স্বাধীনভাবে চরিত্রটা উপভোগ করেছি।”
ভবিষ্যতের পথচলা
ওটিটি, সিনেমা আর টিভি সব মাধ্যমেই কাজ করতে চান জৌপারী। তাঁর ভাষায়, “মাধ্যম যাই হোক, আমি অভিনয়টাই করতে চাই।”
রেহানা মরিয়ম নূর-এর পর এনামুল করিম নির্ঝরের একটি সিনেমার কাজ শেষ করেছেন, যদিও সেটি এখনও মুক্তি পায়নি।
অভিনয়কে এখন তিনি পুরোপুরি পেশা হিসেবে দেখছেন। “আমি এখন কোন পর্যায়ে আছি, জানি না,” বলেন জৌপারী, “কিন্তু অভিনয়ই আমার প্যাশন। এটা সারাজীবন করতে চাই।”
বর্তমানে কয়েকটি নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছরই তাঁকে নতুন কাজে দেখা যাবে।
জৌপারী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া স্টাডিজ ও জার্নালিজমে পড়াশোনা করেছেন।
 
                 
                                         
                                         
                                        