২০১৭ সালে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতায় সিংহাসন জয় করে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এসেছিলেন জেসিয়া ইসলাম। যদিও সেরা সুন্দরীর খেতাব জেতার পর তার শোবিজ ক্যারিয়ার উল্লেখযোগ্যভাবে এগোয়নি, এবং নাটক, সিনেমা কিংবা মডেলিংয়ে তার উপস্থিতি বেশি চোখে পড়েনি। বরং ব্যক্তিগত জীবনের বিভিন্ন ঘটনা তাকে নিয়মিত বিতর্কের মুখে ফেলে।

এবার জেসিয়া সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপটে বিশ্ব মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন। বিশ্বের মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতা ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ অংশ নিয়েছেন তিনি। প্রাথমিক ধাপেই সেরা ২০ সুন্দরীর মধ্যে থাকার লক্ষ্য নিয়ে জেসিয়া সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা প্রকাশ করেছেন। সেখানে তিনি বলেন, ‘আমি জেসিয়া ইসলাম, ‘মিস ইন্টারন্যাশনাল ২০২৫’-এ বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি। আপনারা আমাকে সাপোর্ট করলে আমি টপ টুয়েন্টে যেতে পারব।’

জেসিয়া ভোটের প্রক্রিয়া সহজ করার জন্য সবাইকে ‘মিস ইন্টারন্যাশনাল’ অ্যাপ ডাউনলোড করার আহ্বান জানিয়েছেন। প্রথম ভোট সবার জন্য ফ্রি, এবং ক্রেডিট কার্ডের মাধ্যমে ভোটিং হবে। তিনি আরও বলেছেন, ‘এই জয় শুধুমাত্র আমার নয়, জিতবে পুরো বাংলাদেশ। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন এবং বিশ্ব দরবারে দেশের নাম উজ্জ্বল করতে সাহায্য করবেন।’

মডেলিং ও নাটকের পাশাপাশি জেসিয়া দুইটি চলচ্চিত্রেও দেখা গিয়েছে। ভারত-বাংলাদেশ যৌথ প্রযোজনায় নির্মিত মনস্তাত্ত্বিক থ্রিলার ‘দরদ’-এ অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন, যেখানে প্রধান চরিত্রে ছিলেন শাকিব খান ও সোনাল চৌহান। এছাড়া ‘মাসুদ রানা-৯’ ছবিতে এজেন্ট চরিত্রে দেখা গেছে তাকে।

জেসিয়ার ব্যক্তিগত জীবনের দিকে ফিরে গেলে, ইউটিউবার সালমান মুক্তাদিরের সঙ্গে তার প্রেম এবং সেই সম্পর্কের প্রেক্ষিতে এক রাতে রাস্তায় ঘটে যাওয়া ঘটনা নিয়েও নেট দুনিয়ায় সমালোচনার ঝড় উঠেছিল।