জনপ্রিয় কণ্ঠশিল্পী জেফার রহমান এবং উপস্থাপক রাফসান সাবাবের দীর্ঘদিনের প্রেমের গুঞ্জন অবশেষে বাস্তবে রূপ নিতে যাচ্ছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) তাঁরা আনুষ্ঠানিকভাবে বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন। ঢাকার আমিনবাজারের একটি রিসোর্টে তাঁদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার সব প্রস্তুতি শেষ হয়েছে বলে তাঁদের ঘনিষ্ঠ সূত্রগুলো নিশ্চিত করেছে।
বিয়ের এই বিশেষ আয়োজনে দুই পরিবারের সদস্য ছাড়াও দেশের শোবিজ অঙ্গনের নামী অভিনয়শিল্পী এবং কণ্ঠশিল্পীদের এক বিশাল জমায়েত হওয়ার কথা রয়েছে। জানা গেছে, সপ্তাহখানেক আগেই নিকটজনদের কাছে বিয়ের আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হয়েছিল। বিনোদন অঙ্গনের জনপ্রিয় এই জুটির নতুন জীবনের শুরুতে শুভকামনা জানাতে বড় একটি তারকা বহর এই অনুষ্ঠানে যোগ দেবে।
রাফসান ও জেফারের সম্পর্কের সূচনা মূলত দীর্ঘদিনের গভীর বন্ধুত্ব থেকে, যা গত এক বছরে প্রেমের গুঞ্জনে রূপ নেয়। বিশেষ করে রাফসানের পূর্বের সংসার ভাঙার খবর প্রকাশ্যে আসার পর থেকেই তাঁদের একত্রে চলাফেরা দর্শকদের নজরে আসে। দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় তাঁদের একসাথে ভ্রমণের ছবি সেই গুঞ্জনকে আরও উসকে দিয়েছিল, যা অবশেষে আজ বিয়ের মাধ্যমে এক সুন্দর পরিণয় পাচ্ছে।