লিউডের প্রখ্যাত বর্ষীয়ান অভিনেত্রী জয়া বচ্চন তাঁর অভিনয় জীবনের দীর্ঘ পথচলায় যেমন অসংখ্য সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, তেমনি বর্তমানে নিজের স্পষ্টভাষী স্বভাবের জন্যও প্রায়ই আলোচনায় থাকেন। সম্প্রতি বার্ধক্য ও আধুনিক রূপচর্চার পদ্ধতি যেমন 'বোটক্স' ও 'সার্জারি' নিয়ে কথা বলতে গিয়ে তিনি স্রোতের বিপরীতে হাঁটার প্রত্যয় ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়তার সাথে জানান যে, গ্ল্যামার জগতে নিজেকে তরুণ দেখানোর যে হিড়িক পড়েছে তাতে তিনি বিশ্বাসী নন। বরং নিজের মুখের প্রতিটি বলিরেখা এবং প্রতিটি ধূসর চুলের জন্য তিনি গর্ব বোধ করেন এবং তাঁর চেহারায় কৃত্রিম কিছু ব্যবহারের কোনো পরিকল্পনা তাঁর নেই।

রূপচর্চার পাশাপাশি বর্তমান সময়ের আধুনিক পাপারাজ্জি সংস্কৃতি ও সাংবাদিকতার ধরণ নিয়ে নিজের কড়া মনোভাব প্রকাশ করেছেন এই অভিনেত্রী। জয়া বচ্চনের মতে, মোবাইল হাতে যত্রতত্র ছবি তোলা কিংবা অশালীন পোশাক পরে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়ানো প্রকৃত সাংবাদিকতার সংজ্ঞায় পড়ে না। তিনি নিজেকে মিডিয়ার তৈরি একজন শিল্পী মনে করলেও এই ধরনের অনধিকার চর্চামূলক সংস্কৃতির সাথে কোনো সম্পর্ক রাখতে নারাজ। তাঁর এই কঠোর অবস্থান আবারও প্রমাণ করে যে তিনি পেশাদারিত্ব ও ব্যক্তিগত গোপনীয়তার মাঝে একটি স্পষ্ট সীমারেখা বজায় রাখাকেই শ্রেয় মনে করেন।

ব্যক্তিগত জীবনের প্রাপ্তি নিয়ে কথা বলতে গিয়ে জয়া বচ্চন তাঁর সন্তানদের নিয়ে গভীর সন্তুষ্টি প্রকাশ করেছেন। তিনি জানান যে, তাঁর সন্তানদের জন্য তিনি প্রতিদিন গর্ব অনুভব করেন এবং তাঁদের সঠিক শিক্ষায় বড় করে তুলতে পারাটাই তাঁর জীবনের অন্যতম বড় সাফল্য। সন্তানদের নষ্ট হতে না দিয়ে তাঁদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার যে কৃতিত্ব তিনি দাবি করেন, তা বচ্চন পরিবারের শক্তিশালী পারিবারিক কাঠামোরই পরিচয় দেয়। মূলত সততা, আদর্শ এবং অকৃত্রিমতার মিশেলে গড়া তাঁর এই জীবনবোধই তাঁকে অন্যদের চেয়ে আলাদা করে রেখেছে।