দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান মানেই অভিনয় ও সৌন্দর্যের এক দারুণ রসায়ন। ট্র্যাডিশনাল হোক বা ওয়েস্টার্ন, সব সাজেই তিনি অনন্য। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করা তাঁর নতুন একটি ফটোশুট আবারও ভক্তদের হৃদয়ে ঝড় তুলেছে।

নতুন লুকে আভিজাত্যের ছাপ সদ্য শেয়ার করা ছবিগুলোতে জয়াকে দেখা গেছে এক ভিন্ন আঙ্গিকে। নীল রঙের কারুকাজ করা ব্লাউজ এবং গাঢ় গোলাপি পাড়ের শাড়িতে তিনি যেন লাস্যময়ী। সঙ্গে ভারী গয়না, নাকে বড় নথ এবং কপালে টিকলি তাঁর লুকে এনে দিয়েছে রাজকীয় আভিজাত্য। কোনো এক পুরানো স্থাপত্যের পটভূমিতে তোলা এই ছবিগুলোতে জয়ার প্রতিটি ভঙ্গিই ছিল মুগ্ধ করার মতো।

ভক্তদের মিশ্র প্রতিক্রিয়া ছবিগুলো প্রকাশ্যে আসতেই নেটিজেনদের মন্তব্যের বন্যা বয়ে যায়। অধিকাংশ ভক্তের মতে, সময়ের সঙ্গে সঙ্গে জয়ার জৌলুস ও আবেদন যেন বেড়েই চলেছে। তবে কেউ কেউ মন্তব্য করেছেন, অভিনেত্রীর চোখে-মুখে বয়সের ছাপও কিছুটা স্পষ্ট হয়ে উঠেছে।

আসছে নতুন সিনেমা ‘ওসিডি’ ব্যক্তিগত জীবনের গ্ল্যামারের পাশাপাশি কাজের জগতেও ফিরছেন জয়া। আগামী ৬ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাচ্ছে তাঁর অভিনীত মনস্তাত্ত্বিক থ্রিলার সিনেমা ‘ওসিডি’ (OCD)। সৌকর্য ঘোষাল পরিচালিত এই সিনেমায় জয়াকে দেখা যাবে ‘শ্বেতা’ নামের এক চিকিৎসকের চরিত্রে। ট্রমা ও সামাজিক সংগ্রামের গল্প নিয়ে তৈরি এই সিনেমাটি দেখার অপেক্ষায় এখন দুই বাংলার দর্শক।