রুপালি পর্দায় যাঁকে দেখা যায় গ্ল্যামার আর চরিত্রের গভীরতায়, পর্দার বাইরে সেই জয়া আহসান অনেকটাই অন্যরকম। তিনি নিঃশব্দ, স্বতঃস্ফূর্ত, সহজ জীবন ভালোবাসেন এবং প্রকৃতির কাছেই থাকতে স্বস্তি খুঁজে পান। ঢালিউডের পাশাপাশি টালিউড ও বলিউডের ব্যস্ত সময়সূচি, তারকাখ্যাতি আর আলোচনার মধ্যেও ঘরোয়া জীবনের টান ছাড়েননি কখনো। সম্প্রতি ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে তাঁর সেই স্বাভাবিক, আপন জীবনযাপন আবার নতুন করে মন ছুঁয়েছে ভক্তদের।
কাজের সূত্রে তাঁর পরিচিতি ছড়িয়ে পড়েছে দেশের সীমানা পেরিয়ে। ঢালিউড ও টালিউডে সাফল্যের পর বলিউডেও অভিনয়গুণে দৃষ্টি কেড়েছেন তিনি। জনপ্রিয়তা যতই বাড়ুক, জয়া থাকতে চান একদম মাটির কাছে। সুযোগ পেলেই বেরিয়ে পড়েন সবুজের মধ্যে, নিরিবিলি সময় কাটান নিজের মতো।
কনকনে শীতের দিনে এমনই এক ঘরোয়া মুহূর্ত শেয়ার করেছেন তিনি। জানা যায়, ঢাকার কাছেই থাকা নিজের বাগানবাড়িতে প্রায়ই যান বিশ্রাম নিতে। এবারও সেখানে গিয়ে মাটির চুলায় রান্না করলেন নিজ হাতে। প্রকাশিত ভিডিওতে দেখা যায়, তিনি আগুনে হাঁড়ি বসিয়ে রান্না করছেন। সেখানে জয়া হেসে বলেন, “আমি খুব বেশি রান্না করতে পারি না, মাঝে মাঝে শুধু বাচ্চাদের জন্য রান্না করি।”