ভ্রমণ মানেই বিলাসবহুল রিসোর্ট, দামি পোশাক আর নিখুঁত ফটোশুট এ ধারণাকে ভুল মনে করেন বলিউড অভিনেত্রী জারিন খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার কাছে ভ্রমণ মানে হলো বাস্তব ও মাটির গন্ধমাখা অভিজ্ঞতা। বলিউড হাঙ্গামাকে দেওয়া সাক্ষাৎকারে জারিন ভেঙে দিয়েছেন তারকাসুলভ গ্ল্যামারের প্রচলিত ধারা। ভ্রমণের সময় তিনি নিজেকে পুরোপুরি গ্ল্যামার থেকে দূরে রাখেন। জারিনের ভাষায়, “ভ্রমণে গেলে আমি একেবারে হিপি হয়ে যাই। আমি সেই অভিনেত্রী নই, যে গাউন পরে ছবি তোলার জন্য ঘুরতে যায়। আমার সঙ্গে থাকে শুধু একটা ব্যাকপ্যাক, আর আমি এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরি।” তিনি আরও বলেন, “আমি এত জায়গায় গিয়েছি যে, অনেকগুলোর নাম পর্যন্ত মনে থাকে না। তবে প্রতিটি সফরই আমাকে নতুন কিছু শিখিয়েছে, জীবনকে নতুনভাবে দেখতে শিখিয়েছে।” বর্তমানে অভিনয় থেকে কিছুটা দূরে থাকলেও জারিন খান সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সক্রিয়, যেখানে তিনি নিয়মিত নিজের ভ্রমণের মুহূর্তগুলো ভাগ করে নেন ভক্তদের সঙ্গে।