বলিউডের বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান তার পরিচালিত প্রথম ওয়েব সিরিজ 'দ্য ব্যাডস অব বলিউড'-এর মাধ্যমে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। আজ থেকে নেটফ্লিক্সে সিরিজটি মুক্তি পাচ্ছে। এর আগে মুম্বাইয়ে একটি বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে বলিউডের শীর্ষ তারকারা উপস্থিত ছিলেন।

তারকাদের মিলনমেলা

অনুষ্ঠানে পুরো খান পরিবার, অর্থাৎ শাহরুখ, গৌরী, সুহানা এবং আব্রাম উপস্থিত ছিলেন। শাহরুখ লালগালিচায় অতিথিদের সঙ্গে হাসি-আড্ডায় মেতে ওঠেন, আরিয়ান নিজেই তার পরিবারের সদস্যদের ছবি তোলেন।

এছাড়াও, এই জমকালো আয়োজনে উপস্থিত ছিলেন করণ জোহর, আলিয়া ভাট, রণবীর কাপুর, ফারাহ খান, মাধুরী দীক্ষিত এবং ভিকি কৌশল-সহ আরও অনেকে। সুহানা খান হলুদ পোশাকে এবং অনন্যা পান্ডে রুপালি পোশাকে নজর কেড়েছিলেন। কাজল এবং অজয় দেবগণকেও শাহরুখের সঙ্গে একই ফ্রেমে দেখা যায়।

প্রদর্শনীর শেষভাগে আরিয়ান তার সিরিজের কলাকুশলী, যেমন ববি দেওল, রজত বেদী এবং রাঘব জুয়ালের সঙ্গে ছবি তোলেন। আরিয়ান খানের পরিচালনা জীবনের এই জাঁকজমকপূর্ণ সূচনা ভক্তদের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি করেছে।