জনপ্রিয় অভিনেতা হৃতিক রোশনের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর থেকেই অভিনেত্রী ও গায়িকা সাবা আজাদকে নানা ধরনের সমালোচনার মুখোমুখি হতে হচ্ছে। সম্প্রতি তিনি এই সমালোচনাকারীদের এবং পুরুষতান্ত্রিক সমাজের এমন মানসিকতার কড়া জবাব দিয়েছেন।

হৃতিকের সঙ্গে সম্পর্ক শুরু হওয়ার পর সাবা রাতারাতি লাইমলাইটে চলে আসেন। কিন্তু এই জনপ্রিয়তার কারণে তাকে অনেক কাজ হারাতে হয়েছে। অনেক সময় তাকে শুনতে হয়েছে, "হৃতিকের প্রেমিকার কাজ করার কী দরকার?"

পুরুষতান্ত্রিক মানসিকতাকে দায়ী করলেন সাবা

সাবা জানান, প্রায় এক দশক ধরে কণ্ঠশিল্পী হিসেবে তিনি অনেক বিজ্ঞাপনে কাজ করেছেন এবং গান গেয়ে নিজের খরচ মিটিয়েছেন। কিন্তু হৃতিকের সঙ্গে সম্পর্কে আসার পর তার কাজের সুযোগ কমতে শুরু করে। তিনি এর কারণ হিসেবে সমাজের পুরুষতান্ত্রিক মানসিকতাকে দায়ী করেছেন। এক পরিচালক নাকি তাকে সরাসরি বলেছেন, যেহেতু তিনি একজন নামী তারকার প্রেমিকা, তাই তার আর কাজ করার প্রয়োজন নেই।

সাক্ষাৎকারে সাবা বলেন, "গত এক দশক ধরে যে কাজ করে নিজের বাড়ি ভাড়া মিটিয়েছি, এখন সেই কাজ পেতেই কষ্ট পেতে হচ্ছে। কোনো খ্যাতনামী মানুষের অথবা সফল ব্যক্তির প্রেমিকা মানেই তার নিজস্ব উপার্জনের প্রয়োজন নেই, এমন মানসিকতা থেকে ঠিক কবে নিষ্কৃতি পাব আমরা!"

তার এই সাহসী মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।