হর্ষালি মালহোত্রা নামটা শুনে অনেকেই ভাবতে পারেন, কে তিনি? কিন্তু ‘মুন্নি’ বললেই ছবি পরিষ্কার। ২০১৫ সালে কবীর খানের বজরঙ্গি ভাইজানে সালমান খানের সঙ্গে অভিনয় করে সবার মন জয় করেছিলেন যে ছোট্ট মেয়েটি, সে-ই হর্ষালি। সেই জনপ্রিয়তার পর তিনি পুরোপুরি মন দিলেন পড়াশোনায়, আর বড় পর্দায় ফিরতে দেরি হলো এক দশক।
এত বছর দর্শক তাঁকে দেখেননি, তিনিও নিজেকে সময় দিয়েছেন। এখন তিনি ফিরে এসেছেন আরও প্রস্তুত, আরও পরিণত হয়ে। তাঁর কামব্যাক হচ্ছে তেলেগু ইন্ডাস্ট্রিতে, বহুল আলোচিত অখণ্ড ২: থান্ডবম ছবির মাধ্যমে। পরিচালনায় বয়াপাটি শ্রীনু, আর প্রধান চরিত্রে আছেন দক্ষিণের জনপ্রিয় তারকা নন্দামুরি বালাকৃষ্ণ। এই ছবিতেই হর্ষালির তেলেগু ডেবিউ।
ফিরে আসার খবরটি তিনি জানিয়েছেন ইনস্টাগ্রামে। লিখেছেন, মুন্নি শুধু একটা চরিত্র ছিল না একটা অনুভূতি। দর্শকের ভালোবাসা তাঁকে এত বছর ধরে টেনেছে। সেটাই তাঁকে আবার নতুনভাবে ফিরে আসতে অনুপ্রাণিত করেছে। মুহূর্তেই সেই পোস্ট ছড়িয়ে পড়ে।
ইতিমধ্যে ছবির প্রথম গান ‘দ্য থান্ডবম’ প্রকাশিত হয়েছে মুম্বাইয়ের আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে। সেখানে নন্দামুরি বালাকৃষ্ণের পাশে আত্মবিশ্বাসী ভঙ্গিতে দাঁড়ানো হর্ষালির ভিডিও দেখে ভক্তরা উচ্ছ্বসিত। অনেকেই তাঁকে স্বাগত জানিয়েছেন নতুন যাত্রার জন্য।
অখণ্ড ২ হলো ২০২১ সালের ব্লকবাস্টার অখণ্ডর সিকুয়েল। প্রথম পর্ব অ্যাকশন আর আধ্যাত্মিকতার মিশেলে বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছিল। এবারও বাজেট ২০০ কোটি রুপি, প্রত্যাশাও বিশাল। সিনেমাটি মুক্তি পাচ্ছে ৫ ডিসেম্বর।