আমির খান মানেই দর্শকের মনে আলাদা প্রত্যাশা। তিনি নিজে অভিনয় করুন বা শুধু প্রযোজকের ভূমিকায় থাকুন, নতুন কিছু দেখার আশা থাকেই। সেই ধারাবাহিকতায় তাঁর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আসা স্পাই কমেডি–ড্রামা ‘হ্যাপি পাটেল: খাতরনাক জাসুস’ নিয়েও আগ্রহ কম ছিল না। কিন্তু গত শুক্রবার মুক্তির পর ছবিটি দর্শক ও বক্স অফিস, দুটো জায়গাতেই হতাশ করেছে।

মুক্তির তিন দিনে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩ দশমিক ৯৫ কোটি রুপিতে। এর মধ্যে রোববার, অর্থাৎ তৃতীয় দিনে আয় হয়েছে মাত্র ১ দশমিক ৩৫ কোটি রুপি। ভারতের ছুটির দিনে আয় বাড়ার যে প্রত্যাশা ছিল, বাস্তবে তার উল্টো চিত্র দেখা গেছে। এই পতনই ইঙ্গিত দিচ্ছে, বক্স অফিসে ছবিটির গতি প্রায় থেমে এসেছে।

প্রযোজক হিসেবে আমির খান প্রচারণায় নানা সৃজনশীল কৌশল নিয়েছিলেন। তবে সেগুলোর কোনোটিই তেমন কাজে আসেনি। দর্শকদের মধ্যে ছবিটি নিয়ে ইতিবাচক আলোচনা তৈরি হয়নি, আর রিভিউও ছিল গড়পড়তা। ভালো মুখে-মুখে প্রচার পেলে আয় কিছুটা বাড়তে পারত, কিন্তু তা হয়নি।

বীর দাস ও কবি শাস্ত্রীর যৌথ পরিচালনায় তৈরি এই সিনেমার সামনে এখন লক্ষ্য হতে পারে সপ্তাহের বাকি দিনগুলোতে কোনোভাবে অবস্থান ধরে রাখা। তবে বর্তমান পরিস্থিতিতে সেটি বেশ কঠিন বলেই মনে করছেন বিশ্লেষকেরা। তাঁদের আশঙ্কা, ভারতে ছবিটির মোট আয় ১০ কোটি রুপির নিচেই আটকে যেতে পারে, যা আমির খানের প্রযোজনা সংস্থার জন্য বড় ধাক্কা।

‘হ্যাপি পাটেল’ একটি স্পাই কমেডি–ড্রামা, যেখানে প্রধান চরিত্রে অভিনয় করেছেন স্ট্যান্ড-আপ কমেডিয়ান ও অভিনেতা বীর দাস। তাঁর সঙ্গে রয়েছেন মিথিলা পালকার, মোনা সিং ও শারিব হাশমি। সিনেমায় বিশেষ দুটি চরিত্রে দেখা গেছে ইমরান খান ও আমির খানকে।