সদ্যঃপ্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণায় ব্যান্ড মাইলসের সদস্য হামিন আহমেদ ১৯৯৩-৯৪ সালের একটি বিশেষ ঘটনার বর্ণনা দিয়েছেন। শহীদ মঈনুল রোডের বাসভবনে গান গাইতে গিয়ে সেদিনই প্রথমবার তিনি এই নেত্রীর মার্জিত ও ব্যক্তিত্বপূর্ণ রূপ প্রত্যক্ষ করেন। প্রধানমন্ত্রীর আন্তরিকতা এবং আভিজাত্য মাইলস সদস্যদের দারুণভাবে মুগ্ধ করেছিল।

সেদিন দুপুরে মাইলস সদস্যরা যখন সাউন্ডচেক করছিলেন, তখন সবাইকে অবাক করে দিয়ে খালেদা জিয়া নির্দেশ দেন যে তাঁরা সেই বাসভবনেই দুপুরের খাবার খাবেন। শুধু তাই নয়, তৎকালীন প্রধানমন্ত্রী নিজে দাঁড়িয়ে থেকে তাঁদের প্লেটে খাবার তুলে দিয়ে আপ্যায়ন করেন। তাঁর এমন সাধারণ ও অমায়িক আতিথেয়তা ব্যান্ডের সদস্যদের মনে আজও এক বিশেষ স্মৃতি হয়ে আছে।

হামিন আহমেদ খালেদা জিয়ার মানবিক গুণাবলীর কথা উল্লেখ করে জানান, তাঁর মা ফিরোজা বেগমের মৃত্যুর পর অসুস্থ শরীর নিয়েও তিনি তাঁদের বাসায় ছুটে গিয়েছিলেন। ফিরোজা বেগমকে রাষ্ট্রীয় মর্যাদা না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করার পাশাপাশি তিনি পরিবারের সদস্যের মতো সবাইকে সান্ত্বনা দিয়েছিলেন। একজন মার্জিত ও বিশাল হৃদয়ের মানুষ হিসেবে বেগম খালেদা জিয়া তাঁদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।