খুশির অভিনয় জীবনের শুরু নিউইয়র্ক ফিল্ম একাডেমির স্টুডেন্ট শর্ট ফিল্ম ‘স্পিক আপ’ দিয়ে, যেখানে তিনি ‘নায়না’ চরিত্রে অভিনয় করেন। এরপর ২০২৩ সালে জোয়া আখতার পরিচালিত ‘দ্য আর্চিজ’ চলচ্চিত্রে ‘বেটি কুপার’ চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি বলিউডে আত্মপ্রকাশ করেন।


২০২৫ সালে মুক্তি পায় তার প্রথম প্রেক্ষাগৃহভিত্তিক সিনেমা ‘লাভেয়াপা’, যা তামিল ব্লকবাস্টার ‘লাভ টুডে’-র হিন্দি রিমেক। তবে বক্স অফিসে সিনেমাটি তেমন সাফল্য পায়নি। এরপর নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ধর্মাটিক এন্টারটেইনমেন্ট প্রযোজিত রোমান্টিক কমেডি ‘নাদানিয়া’-তে অভিনয় করেন খুশি। এতে তার বিপরীতে ছিলেন নবাগত ইব্রাহিম আলি খান।

এদিকে, খুশির বাবা বনি কাপুরও নিজেকে নতুনভাবে তুলে ধরেছেন। তিনি ২৬ কেজি ওজন কমিয়ে নতুন চেহারায় হাজির হয়েছেন। ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে বনি লেখেন, “পুরনো কিছু পোশাক আবার পরতে পারছি—এই অনুভূতি দুর্দান্ত। ২৬ কেজি কমিয়েছি, এখনও কিছুটা বাকি। যারা আমার খোঁজ নিচ্ছেন, তাদের জন্যই এই পোস্ট। অনুপ্রাণিত হোন। আমি যদি পারি, যে কেউ পারবে।”

অন্যদিকে, খুশির বড় বোন জাহ্নবী কাপুরের পরবর্তী ছবি ‘পরম সুন্দরী’ মুক্তি পাচ্ছে ২০২৫ সালের ২৯ আগস্ট। কেরালার বিখ্যাত ব্যাকওয়াটারকে কেন্দ্র করে নির্মিত এই সিনেমাটি প্রেম, হাসি ও চমকে ভরপুর এক ভিন্ন অভিজ্ঞতা দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছে।