অভিনয়শিল্পী জিয়াউল ফারুক অপূর্ব, খায়রুল বাসার এবং আইশা খানসহ অনেক তারকা প্রায়শই ফেসবুকে সক্রিয় থাকেন এবং তাঁদের কাজের খবর বা ব্যক্তিগত ভাবনা প্রকাশ করেন। সম্প্রতি এই তারকাদের কিছু পোস্ট ভক্তদের মাঝে বৈচিত্র্য এনে দিয়েছে।
অপূর্ব ও দিলারা জামান: 'ভালোবাসা'র আত্মিক সম্পর্ক
দীর্ঘদিনের সহকর্মী ও পছন্দের মানুষ দিলারা জামানের সঙ্গে একটি ছবি পোস্ট করেছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। দিলারা জামান অপূর্বকে অনেক স্নেহ করেন, এবং অপূর্ব এই ছবিটির ক্যাপশনে শুধু ‘ভালোবাসা’ শব্দটি ব্যবহার করেছেন। এই পোস্টের প্রতিক্রিয়ায় এক ভক্ত লিখেছেন, "অভিনয়জগতের আপনারা দুজনই পছন্দের।" এই পোস্টটি দুই শিল্পীর মধ্যেকার আত্মিক সম্পর্ককে তুলে ধরেছে।
খায়রুল বাসার: ফটোগ্রাফি ও 'গোপন সমুদ্রের' দর্শন
শখের ফটোগ্রাফার অভিনেতা খায়রুল বাসার শুটিংয়ের ফাঁকে তোলা একটি ছবি ফেসবুকে পোস্ট করে একটি দার্শনিক উক্তি জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, "সকলেই কিছু আলাদা বাক্স। সবার এক একান্ত গোপন সমুদ্র আছে। যেখানে সে কাউকে ডাকে না কখনো।" এই উক্তিটি তাঁর গভীর ভাবনা ও ব্যক্তিগত অনুভূতির প্রকাশ।
দীপংকর দীপন: পথ কুকুরদের জন্য কাজ করার আগ্রহ
'ঢাকা অ্যাটাক' খ্যাত পরিচালক দীপংকর দীপন সম্প্রতি ফেসবুকে একটি মানবিক উদ্যোগের কথা জানিয়েছেন। তিনি পথ কুকুরদের জন্য কাজ করা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যোগাযোগ করতে চেয়েছেন। তাঁর পোস্টের মূল উদ্দেশ্য, এসব প্রতিষ্ঠানের জন্য তিনি 'কামলা খাটতে' এবং 'ফান্ড রাইজ' করে দিতে চান।
আইশা খান: অসম্পূর্ণ ক্যাপশনে বাঙালিয়ানা
তরুণ অভিনেত্রী আইশা খান নানা রকম সাজে ছবি পোস্ট করে থাকেন। এবার তিনি বাঙালিয়ানায় ভরা পোশাকে একটি ছবি দিয়ে ক্যাপশন শুরু করেছেন "যে পোশাকে বাঙালিয়ানা পূর্ণতা পায়" যদিও ক্যাপশনটি অসম্পূর্ণ, তবে ছবিটি তাঁর বাঙালি সাজের প্রতি অনুরাগ প্রকাশ করে।