এনহাইপেন নতুন বছরের শুরুতেই আবার মঞ্চে ফিরছে। জানুয়ারির মাঝামাঝি তারা নতুন অ্যালবাম প্রকাশ করবে সংস্থাগুলো চুপচাপ যে গুছিয়ে রেখেছিল, অবশেষে বেলিফট ল্যাব তা নিশ্চিত করল। ঘোষণা আসার মুহূর্তেই ভক্তদের উত্তেজনা যেন মাথা তুলে দাঁড়াল। এতদিন অপেক্ষার পর তাদের প্রিয় গ্রুপ আবার অ্যালবাম নিয়ে ফিরছে, সেটাই বড় খবর।

তবে এবারকার কামব্যাকটা একটু আলাদা ধাঁচের। প্রায় সাত মাস পর তারা নতুন কোরিয়ান অ্যালবাম প্রকাশ করতে চলেছে। গত ৫ জুন বের হওয়া ‘ডিজায়ার: আনলিস’-এর পর থেকে ছেলেরা ট্যুর আর নানা কাজে ব্যস্ত ছিল। এখন প্রস্তুতি প্রায় শেষ, আর ভক্তদের মনে একটাই প্রশ্ন, নতুন প্রকল্পটা কেমন হতে যাচ্ছে? আগের চেয়ে আরও শক্ত, না কি পুরোই নতুন কোনও দিশা?

ইঙ্গিতটা আসলে আগেই পাওয়া গিয়েছিল। গত ২৬ অক্টোবর সিউলের কেএসপিও ডোমে ‘ওয়াক দ্য লাইন: ফাইনাল’ কনসার্টে এনহাইপেন জানিয়েছিল ভক্তদের জন্য তারা তৈরি করছে “অবিশ্বাস্য” একটি অ্যালবাম। দ্রুত ফিরবে বলেও প্রতিশ্রুতি দিয়েছিল। তাই ঘোষণা আসতেই পরিষ্কার হয়ে গেল এবার সত্যিই বড় কিছু আসছে।

অ্যালবামের থিম, কনসেপ্ট বা গানের সংখ্যা এখনও গোপন। তবু একটা ব্যাপার নিশ্চিত, জানুয়ারিতে এনহাইপেন ফিরছে নতুন, সতেজ আর চমকে ভরা সংগীত নিয়ে।