স্ট্রিমিং প্ল্যাটফর্ম পিককের নতুন সিরিজ ‘পোনিজ’- এ কাজ করার অভিজ্ঞতা নিয়ে আলোচনায় উঠে এসেছেন অভিনেত্রী এমিলিয়া ক্লার্ক। শুটিং চলাকালে অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে গিয়ে তাঁর একটি পাঁজরের হাড়ে গুরুতর আঘাত লেগেছিল বলে জানিয়েছেন চারবারের এমি মনোনীত এই অভিনেত্রী।

দ্য র‍্যাপ-কে দেওয়া এক সাক্ষাৎকারে এমিলিয়া জানান, সিরিজে ‘বিয়া’ চরিত্রে অভিনয় করতে গিয়ে শারীরিকভাবে সবচেয়ে বেশি চাপ পড়েছিল ঘনিষ্ঠ দৃশ্যগুলোর সময়। শীতল যুদ্ধের পটভূমিতে নির্মিত এই সিরিজে বিয়া এমন এক নারী, যিনি তথ্য আদায়ের জন্য একাধিক উচ্চপদস্থ কেজিবি কর্মকর্তাকে প্রলুব্ধ করেন। ফলে সহ-অভিনেতাদের সঙ্গে একের পর এক অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করতে হয়েছে তাঁকে।

এমিলিয়ার ভাষায়, “একদিন টানা ঘনিষ্ঠ দৃশ্যের শুটিং করছিলাম। সেদিনই আমার একটি পাঁজরের হাড়ে আঘাত লাগে।”

এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সহ-অভিনেত্রী হ্যালি লু রিচার্ডসন। সিরিজে সিআইএ এজেন্ট ‘টুইলা’ চরিত্রে অভিনয় করা হ্যালি বলেন, “ওর পাঁজরের হাড়ে সত্যিই আঘাত লেগেছিল। এমিলিয়া শারীরিকভাবে বেশ সংবেদনশীল গড়নের, তাই এমনটা হয়েছে।”

এমিলিয়া আরও জানান, চিকিৎসকের কাছে গিয়ে তাঁকে বলতে হয়েছিল যে আঘাতটি এসেছে অন্তরঙ্গ দৃশ্যের শুটিং থেকে। পরে অবশ্য তিনি স্পষ্ট করেন, পাঁজরের হাড় পুরোপুরি ভাঙেনি, সামান্য সরে গিয়েছিল।

‘পোনিজ’ সিরিজের কাহিনিতে দেখা যায়, ১৯৭৭ সালে মস্কোয় মার্কিন দূতাবাসে সেক্রেটারি হিসেবে কাজ করেন বিয়া ও টুইলা। স্বামীদের রহস্যজনক মৃত্যুর পর তাঁরা দুজনেই ছদ্মবেশে সিআইএ এজেন্ট হিসেবে এক বিপজ্জনক গোপন অভিযানে জড়িয়ে পড়েন।