ক্যারিয়ারের শুরুতেই আফিয়া তাবাসসুম, যিনি বন্ধুদের কাছে বর্ণ নামে বেশি পরিচিত, অভিনয় করেছেন আলোচিত চলচ্চিত্র রেহানা মরিয়ম নূর এবং জনপ্রিয় ওয়েব সিরিজ মারকিউলিস ও সাড়ে ষোলো-তে। তবে ভিকি জাহেদের রুমি সিরিজের পর তাঁকে আর পর্দায় দেখা যায়নি। প্রায় এক বছর বিরতির পর বর্ণ ফিরে এসেছেন নাসের হাসিব সিদ্দিকীর স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র অজানা শহরে-এর মাধ্যমে। মাত্র ১১ মিনিটের এই কাজটি দুই অচেনা মানুষের কাছাকাছি আসার গল্পে নির্মিত। ১৪ সেপ্টেম্বর ইউটিউবে মুক্তির পর থেকেই চলচ্চিত্রটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা চলছে, আর বর্ণর অভিনয়ের প্রশংসাও এসেছে অনেকের কাছ থেকে।
বিরতির কারণ জানাতে গিয়ে বর্ণ বলেন, “যে ধরনের চিত্রনাট্য চাইছিলাম, তা পাচ্ছিলাম না। নিজের কাজ নিয়েও সন্তুষ্ট ছিলাম না। তাই ভেবেছিলাম কিছুদিন দূরে থাকি। সেই বিরতি আবার আমাকে অভিনয়ের প্রতি নতুন করে আগ্রহী করেছে।” এ সময়ে তিনি পরিবারের সঙ্গে বেশি সময় কাটিয়েছেন। বাবার চোখের অস্ত্রোপচারের সময় পাশে থাকা কিংবা ছোট ভাগনির সঙ্গে খেলাধুলা এসব অভিজ্ঞতা তাঁকে জীবনের গতি ধীরে উপভোগ করতে শিখিয়েছে। তাঁর মতে, এই নতুন উপলব্ধি একজন অভিনেত্রী হিসেবেও তাঁকে আরও সমৃদ্ধ করবে।
অজানা শহরে বর্ণর জন্য বিশেষ এক কাজ। ছোটবেলা থেকেই ক্লোজআপ কাছে আসার গল্পগুলোর ভক্ত ছিলেন তিনি। এবার সেই স্বপ্নের প্রজেক্টে যুক্ত হতে পেরে আনন্দিত। মুক্তির পর সহকর্মীদের পাশাপাশি সাধারণ দর্শকের প্রতিক্রিয়াও গভীরভাবে পড়ছেন বর্ণ। এক দর্শকের মন্তব্য “দেশে নায়িকা মানেই লম্বা চুল আর ফর্সা চেহারা হতে হবে, এই প্রথা ভাঙতে ভালো লেগেছে” তাঁকে আরও অনুপ্রাণিত করেছে।
অভিনয়ের পাশাপাশি বর্ণ নিয়মিত মডেলিংও করছেন। সামনে বেশ কিছু বিজ্ঞাপনে তাঁকে দেখা যাবে। যদিও নতুন কোনো অভিনয়প্রকল্প হাতে নেই, তবে এবার তিনি প্রতিজ্ঞা করেছেন চরিত্র বাছাইয়ে অতটা দ্বিধাগ্রস্ত হবেন না। নিজের ভাষায়, “আগে অনেক বাছবিচার করতাম, এবার সব ধরনের চরিত্রেই নিজেকে বাজিয়ে দেখব।”
এখনকার দিনে বর্ণ প্রচুর সিনেমা ও সিরিজ দেখেন, বিশেষ করে অ্যানিমে। সম্প্রতি ঢাকায় মুক্তি পাওয়া ডেমন স্লেয়ার: কিমেৎসু নো ইয়াইবা – দ্য মুভি: ইনফিনিটি ক্যাসল দেখে ফেলেছেন তিনি। যদিও মনে করেন, পর্দায় অ্যানিমের মতো চরিত্র পাওয়া সম্ভব নয়, তবু প্রকৃতি, পরিবেশ আর মানবিক সম্পর্কের সূক্ষ্ম বিষয়গুলো থেকে শেখার অনেক কিছু আছে।