দীর্ঘ এক বছর ধরে বিশ্বজুড়ে চলা জনপ্রিয় সংগীতশিল্পী ডুয়া লিপার বহুল আলোচিত ‘র্যাডিক্যাল অপটিমিজম’ ট্যুরটি অবশেষে শেষ হতে চলেছে। এই সফল সফরের সমাপ্তিলগ্নে এসে গায়িকা আবেগে আপ্লুত। কনসার্ট শেষে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ডুয়া লিপা তাঁর কৃতজ্ঞতা প্রকাশ করে লিখেছেন, "এই অবিশ্বাস্য সফল সফর শেষ হয়ে আসছে। সবার প্রতি কৃতজ্ঞতা। আমি জানি, অনেক শহরে যেতে পারিনি। পরেরবার ঠিক দেখা হবে।" এই সফরটি তাঁর তৃতীয় অ্যালবাম ‘র্যাডিক্যাল অপটিমিজম’ প্রকাশের পর গত বছর ৩ মে শুরু হয়েছিল।
সফরের মাঝে একটি বিশেষ মুহূর্ত ছিল কলম্বিয়ার বোগোতার কনসার্ট, যা শাকিরা'র দেশ হিসেবে পরিচিত। সেখানে ডুয়া লিপা কিংবদন্তি গায়িকা শাকিরার জনপ্রিয় গান ‘আন্তোলজিয়া’ পরিবেশন করেন। এই পরিবেশনা দ্রুতই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। গানটির ক্লিপ দেখে ডুয়া লিপার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন শাকিরা। তিনি ইনস্টাগ্রামে লিখেছেন, "তোমার কণ্ঠে আমার গান হৃদয় ছুঁয়ে গেছে। তুমি গানটি গেয়েছ সেই শহরে, যেখানে কয়েক বছর আগে এটা লিখেছিলাম। এভাবেই সংগীত আমাদের একত্র করে।"
এই দীর্ঘ ও চ্যালেঞ্জিং সফরটি ৫ ডিসেম্বর মেক্সিকো সিটিতে শেষ হবে। এরপর ডুয়া লিপা গান থেকে সাময়িক বিরতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। এর আগে ভ্যারাইটি ম্যাগাজিনকে তিনি জানিয়েছিলেন, "দুনিয়ার এপ্রান্ত থেকে ওপ্রান্তে টানা পারফর্ম করা খুব চ্যালেঞ্জের। শারীরিক ও মানসিকভাবে সবটা নিংড়ে নেয় এটা।" তাই এই সফরের শেষে তিনি কিছুদিন পরিবারের সঙ্গে সময় কাটাতে চান। গায়িকা আরও জানিয়েছেন, নতুন বছরে তিনি নতুন কিছু নিয়ে আবার ফিরবেন।