ময়মনসিংহ থেকে ঢাকাগামী রাজিব পরিবহনের একটি বাসে উঠে যাত্রীরা চমকে যান। কারণ, সেই বাসেই যাত্রী হিসেবে ছিলেন দেশের খ্যাতনামা চিকিৎসক ও অভিনেতা ডা. এজাজুল ইসলাম। গাজীপুর চৌরাস্তা থেকে বাসে ওঠেন তিনি। তবে সিট না পেয়ে নির্দ্বিধায় চালকের পাশের ছোট বসার জায়গায় বসে পড়েন।

বাসে থাকা এক যাত্রী তার প্রতি শ্রদ্ধা জানিয়ে সিট ছেড়ে দিতে চাইলেও তিনি তা গ্রহণ করেননি। এমনকি পরেও যখন অন্যরা তাকে সিট ছেড়ে দিতে চেয়েছেন, তিনি হাসিমুখে সবাইকে ধন্যবাদ জানিয়ে নিজের জায়গাতেই বসেছিলেন।

ওই যাত্রী ফেসবুকে তার অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, "আজ সকালে ময়মনসিংহ রাজিব বাসে ঢাকা আসছিলাম। গাজীপুর চৌরাস্তা থেকে ডা.এজাজুল ইসলাম বাসে ওঠেন। আগে উনার সম্পর্কে অনেক পজিটিভ কথা শুনেছি। আজ নিজ চোখে দেখলাম উনার সাধারণ চলাফেরা। সিট না পেয়ে ড্রাইভারের সাথের বসার জায়গায় বসছিলেন।"

তিনি আরও বলেন, "আমি আমার সিট ছেড়ে উনাকে বসতে বললাম উনি বসলেন না ওখানেই বসলেন। বাসে আরো অনেকেই উনার সম্মানে সিট ছেড়ে উনাকে বসতে বললেও উনি ওখানেই বসলেন বরং আমার সাথের সিট খালি হওয়ায় আবারো উনাকে ডাকলাম উনি উনার পাশের আরেকজনকে বসতে বললেন।"

যাত্রীটি তার পোস্টে মন্তব্য করেন, "বর্তমানে হাসপাতাল বা রাস্তায় ডাক্তারের সাথে হাটা বা কথা বলা অথবা বসা অকল্পনীয় অথচ উনি এত বড় ডাক্তার গুণী অভিনেতা হয়েও এত সাধারণ চলাফেরা বাসের সবাইকে বিমহিত করেছে। আসলে সত্যিই উনি গরিবের ডাক্তার।