অভিষেক ছবিতেই সবার নজর কাড়েন ডায়না পেন্টি। হোমি আদজানিয়া পরিচালিত ককটেল-এ সাইফ আলী খান ও দীপিকা পাড়ুকোনের আভায় আড়ালে না গিয়ে, সমানভাবে উজ্জ্বল হয়ে ওঠেন তিনি। এরপর আসে হ্যাপি ভাগ যায়েগি, যেখানে ভিন্ন চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করেন ডায়না। পরের বছর মুক্তি পাওয়া লক্ষ্ণৌ সেন্ট্রাল-এও দর্শকের প্রশংসা কুড়ান। ধীরে ধীরে তিনি বলিউডে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন। ১৩ বছরের দীর্ঘ পথচলায় ডায়না নিজের জায়গা ধরে রেখেছেন অবিচলভাবে। সম্প্রতি হলিউড রিপোর্টার্স-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানালেন, এই আলো-ঝলমলে যাত্রাপথ মোটেও সহজ ছিল না।
সদ্য মুক্তি পাওয়া ওয়েব সিরিজ ডু ইউ ওয়াননা পার্টনার নিয়ে এখন আলোচনায় আছেন তিনি। গত শুক্রবার অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া এই কমেডি-থ্রিলারে তামান্না ভাটিয়ার সঙ্গে মুখ্য চরিত্রে দেখা গেছে তাঁকে। সিরিজে তাঁর চরিত্র সাহসী ও দুঃসাহসী, অথচ বাস্তব জীবনে তিনি সম্পূর্ণ ভিন্ন, শান্ত, লাজুক ও অন্তর্মুখী।
নিজের স্বভাব নিয়ে অকপটে ডায়না বলেন, “আমি বরাবরই কিছুটা চুপচাপ, মানুষের সঙ্গে সহজে মিশতে পারি না। ক্যারিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রির অনেকেই শিখিয়েছিলেন টিকে থাকতে হলে কীভাবে চলতে হবে। আমিও তাদের মতো হওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু খুব দ্রুত বুঝলাম, এতে আমি ক্লান্ত হয়ে যাচ্ছি। তখনই স্থির করি, আমি আমার মতোই থাকব।”
এই উপলব্ধিই তাঁকে আরও দৃঢ় করেছে। ডায়নার ভাষায়, “আমি কেমন মানুষ, সেটাই অনেক সময় ছবির সুযোগ পাওয়ার পথে বাধা হয়। আমার অভিনয় নয়, ব্যক্তিত্বকে বিচার করা হয়। তবে এতে আমার কিছু যায় আসে না। এখন আমি শিখেছি, যেমন আছি তেমনই থাকব। সবাই হয়তো পছন্দ করবে না, কিন্তু এভাবেই আমি মনের শান্তি খুঁজে পাই।”