বিশেষজ্ঞরা ধরেছিলেন, ধুরন্ধরের প্রথম দিনের আয় ১৫ থেকে ১৮ কোটির মাঝেই থামবে। বাস্তবে দেখা গেল অন্য গল্প। ছবিটি সহজেই সেই পূর্বাভাস ছাপিয়ে গেছে, এমনকি সম্প্রতি আলোচিত সাইয়ারার প্রথম দিনের ২১.৫০ কোটিকেও পিছনে ফেলেছে।

রণবীর সিংয়ের নিজের পুরোনো রেকর্ডও ভেঙেছে ধুরন্ধর। পদ্মাবতের ২৪ কোটি আর সিম্বার ২০.৭২ কোটির ওপরে উঠে এসে ছবিটি নতুন মাইলফলক তৈরি করেছে।

এনডিটিভির তথ্য অনুযায়ী, মুক্তির দিনে সারাভারতজুড়ে অকুপেন্সি ছিল ৩৩.৮১ শতাংশ। সেদিন বুক হয়েছিল চার হাজারের বেশি শো, আর সন্ধ্যার দিকে দর্শক উপস্থিতি বেড়ে ৫৫ শতাংশ ছুঁয়ে যায়।

আদিত্য ধরের পরিচালনায় তৈরি এই ছবিতে রণবীরের সঙ্গে আছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খান্না, আর মাধবন ও অর্জুন রামপাল। রহস্যময় নারী চরিত্রে সারা অর্জুনকে নিয়ে কৌতূহল বাড়ছে দর্শকের মধ্যে। জিও স্টুডিওস ও বি৬২ স্টুডিওস যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে।