৮৯ বছর বয়সী কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা ধর্মেন্দ্রকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। শ্বাসকষ্টের সমস্যার কারণে গত ৩১ অক্টোবর তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ ও পরিবার নিশ্চিত করেছে যে তিনি এখন বাড়িতেই সুস্থ হয়ে উঠবেন।
হাসপাতালের ডা. প্রীত সামদানি এনডিটিভিকে নিশ্চিত করে বলেন, “ধর্মেন্দ্রজিকে সকাল ৭.৩০টায় হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। পরিবার তার বাড়িতেই চিকিৎসা চালানোর সিদ্ধান্ত নিয়েছে।” অভিনেতার পরিবারও একটি বিবৃতি জারি করে জানিয়েছে, “মি. ধর্মেন্দ্রকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে এবং তিনি বাড়িতেই সুস্থ হয়ে উঠবেন। আমরা গণমাধ্যম ও জনসাধারণকে অনুরোধ করছি, এই সময় তার ও পরিবারের গোপনীয়তা সম্মান করতে। আমরা সবার ভালোবাসা, প্রার্থনা এবং শুভকামনার জন্য ধন্যবাদ জানাই।”
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) বেশ কয়েকটি অনলাইন পোর্টালে অভিনেতার মৃত্যুর মিথ্যা খবর প্রকাশিত হয়েছিল। ধর্মেন্দ্রের মেয়ে এশা দেওল সেই প্রতিবেদনকে প্রত্যাখ্যান করে নিশ্চিত করেছিলেন যে তাঁর বাবা স্থিতিশীল এবং সুস্থ হয়ে উঠছেন।