বলিউডের বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র অবশেষে সব গুজবের অবসান ঘটিয়ে চলে গেলেন না-ফেরার দেশে। আজ সোমবার দুপুরে মুম্বাইয়ের নিজ বাসভবনেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন বলিউডের অন্যতম নামী প্রযোজক ও পরিচালক করণ জোহর। করণ জোহর ইনস্টাগ্রামে গভীর শোক প্রকাশ করে লেখেন যে, এটি একটি যুগের সমাপ্তি। ধর্মেন্দ্র ছিলেন এক বিশাল মেগাস্টার, যিনি মূলধারার সিনেমায় একজন নায়কের মূর্ত প্রতীক হিসেবে বিবেচিত হতেন। তাঁর অবিশ্বাস্য সুদর্শন চেহারা এবং রহস্যময় পর্দার উপস্থিতি ভারতীয় সিনেমার ইতিহাসের পাতায় সংজ্ঞায়িত এবং সমৃদ্ধভাবে উপস্থিত ছিল। তবে পর্দার বাইরে তিনি ছিলেন সর্বোত্তম মানুষ। তাঁর অপরিসীম ভালোবাসা, ইতিবাচকতা এবং উষ্ণতা ইন্ডাস্ট্রির সকলের কাছে তাঁকে প্রিয় করে তুলেছিল।

করণ জোহর আরও লেখেন, ধর্মজির আশীর্বাদ, তাঁর আলিঙ্গন এবং অবিশ্বাস্য উষ্ণতা আমরা সবসময় মিস করব। তাঁর প্রয়াণে আজ ইন্ডাস্ট্রিতে এমন একটি শূন্যতা তৈরি হলো, যা কেউ কখনো পূরণ করতে পারবে না। তিনি সর্বদা একমাত্র 'ধর্মজি' হিসেবেই থাকবেন। করণ জোহর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে লেখেন, "আমরা আপনাকে অনেক মিস করব। আজ স্বর্গ ধন্য হলো। আপনার সঙ্গে কাজ করা আমার জন্য সর্বদা আশীর্বাদ থাকবে এবং আমার হৃদয় শ্রদ্ধা, শ্রদ্ধা এবং ভালোবাসার সাথে বলে... আভি না যাও ছোড়কে... কে দিল আভি ভার নাহি... ওম শান্তি।" অভিনেতার মরদেহ ইতিমধ্যেই শ্মশানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। তাঁর পরিবারের সদস্য এবং অন্যান্য তারকারাও শেষবারের মতো তাঁকে দেখতে ছুটে যাচ্ছেন। এই আবেগঘন মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে।

এদিকে, ধর্মেন্দ্রের মৃত্যুতে তাঁর আসন্ন ৯০তম জন্মদিনের সকল পরিকল্পনা অসম্পূর্ণ রয়ে গেল। চলতি মাসের শুরুর দিকে শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সে সময় অভিনেতাকে ঘিরে নানা গুজব ছড়ালেও পরে তিনি সুস্থ হয়ে বাড়িতে ফিরে আসেন। আগামী ৮ ডিসেম্বর ছিল তাঁর ৯০তম জন্মদিন। এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে গ্র্যান্ড সেলিব্রেশনের পরিকল্পনা চলছিল, এবং তাঁর স্ত্রী হেমা মালিনীও নাকি সেই প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন। কিন্তু নিয়তির পরিহাসে সেই উদযাপন আর হলো না বলিউড 'হি-ম্যান'-এর। তাঁর প্রয়াণ ভারতীয় চলচ্চিত্রে এক বিশাল শূন্যতা সৃষ্টি করল।