বলিউডে নেমেছে শোকের ছায়া। প্রয়াত প্রবীণ অভিনেতা ধর্মেন্দ্র। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর।
‘ইন্ডিয়া টুডে’র খবরে জানা গেছে, শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়। তবে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে সকালে না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি অভিনেতা।
১৯৩৫ সালের ৮ ডিসেম্বর পাঞ্জাবের নসরালি গ্রামে জন্ম ধর্মেন্দ্রর। ছোটবেলা থেকেই সিনেমার প্রতি তার ছিল গভীর টান। পরিবারের দায়িত্ব নিতে তরুণ বয়সে ভারতীয় রেলে কেরানির চাকরি নেন, তখন তার বয়স মাত্র ১৯। সেই সময়ই প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে তার বিয়ে হয়।
তবে রেলের চাকরিতে মন টিকেনি তার। ক্যামেরার সামনে দাঁড়ানোর স্বপ্নে মুম্বাইয়ে পাড়ি জমান। একের পর এক অডিশন দিতে থাকেন, অবশেষে ১৯৬০ সালে ‘দিল ভি তেরা হাম ভি তেরা’ ছবিতে অভিনয়ের সুযোগ পান।
দীর্ঘ ক্যারিয়ারে ‘শোলে’, ‘ছুপকে ছুপকে’, ‘ধরমবীর’, ‘ফুল অউর পাথর’, ‘সত্যকাম’, ‘রাজা জানি’ ও ‘রাখওয়ালা’র মতো অসংখ্য কালজয়ী ছবি উপহার দিয়েছেন দর্শকদের হৃদয়ে অমর হয়ে থাকা এই তারকা।