ভারতীয় চলচ্চিত্র জগতের কিংবদন্তি অভিনেতা ও প্রযোজক ধর্মেন্দ্র সিং দেওলের ‘মৃত্যুর খবর’ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে তা নিয়ে তীব্র চাঞ্চল্য তৈরি হয়। তবে তাঁর মেয়ে এশা দেওল এই সংবাদকে সম্পূর্ণ গুজব বলে উড়িয়ে দিয়েছেন। মিডিয়ায় বাবার মিথ্যা খবর প্রচারে ক্ষুব্ধ এশা ইনস্টাগ্রামে এক পোস্টে লেখেন, “মিডিয়াগুলো অতিরিক্ত প্রচারণা চালাচ্ছে। মিথ্যা খবর ছড়িয়ে দিচ্ছে। আমার বাবা স্থিতিশীল। সুস্থ হয়ে উঠছেন।” তিনি একইসঙ্গে পারিবারিক গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করেন।

অভিনেতা ধর্মেন্দ্রর মৃত্যুর সংবাদে তাঁর সহধর্মিণী হেমা মালিনীও গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে তিনি লেখেন, “যা ঘটছে তা ক্ষমার অযোগ্য! দায়িত্বশীল গণমাধ্যমগুলো কীভাবে একজন ব্যক্তি যিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং সুস্থ হয়ে উঠছেন, তাঁর সম্পর্কে মিথ্যা খবর ছড়াতে পারে?” তিনি এটিকে অত্যন্ত অসম্মানজনক ও দায়িত্বজ্ঞানহীন আচরণ আখ্যা দিয়ে পরিবার ও তাদের গোপনীয়তার প্রতি যথাযথ সম্মান জানাতে অনুরোধ করেন।

মঙ্গলবার সকাল থেকেই ভারতের কিছু গণমাধ্যম যেমন ইন্ডিয়া টুডে, ইকোনমিক টাইমস, জি নিউজ ও টেলিগ্রাফের প্রতিবেদনে ধর্মেন্দ্রর মৃত্যুর খবর প্রকাশ করে। এমনকি ভারতের কেন্দ্রীয় মন্ত্রী রাজনাথ সিং, চিত্রনাট্যকার জাবেদ আখতারসহ আরও কেউ কেউ তাঁর মৃত্যুতে শোক জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেন, যদিও পরে রাজনাথ সিং তাঁর পোস্ট মুছে ফেলেন। পরিবারের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, অভিনেতা সুস্থ হয়ে উঠছেন এবং তাঁর মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।