ধানমন্ডির ৩২ নম্বরে আবারও দুটি বুলডোজার আনা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলার রায় ঘোষণার দিনে।
সোমবার দুপুরে ট্রাকে করে বুলডোজার দুটি পৌঁছায়। ট্রাকের ওপরে কয়েকজন তরুণ মাইক হাতে স্লোগান দিচ্ছিলেন। পরিচয় জানতে চাইলে একজন জানান, তারা ‘রেড জুলাই’ নামের সংগঠনের পক্ষ থেকে এসেছেন। শাওন পোস্টে ব্যবহার করেছেন দুটি হ্যাশট্যাগ #তুই_রাজাকার এবং #ধানমন্ডি_৩২।
এর আগেও গত বছরের ৫ অগাস্ট শেখ হাসিনার দেশত্যাগের পর ৩২ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতিবিজড়িত বাড়িতে হামলা, লুটপাট ও আগুন দেওয়া হয়।
ঘটনার ছয় মাস পূর্তির দিন ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার মিছিল’ থেকে বাড়িটি ভাঙা শুরু হয়। রাত পৌনে ১১টায় একটি ক্রেন আসে, স্লোগানের মধ্যে সেটি মূল সড়ক থেকে ৩২ নম্বরের ভেতর ঢোকে। পরে যোগ দেয় এক্সক্যাভেটর। রাত সোয়া ১১টার পর ভাঙা শুরু হলে ঘণ্টার মধ্যেই তিনতলার একটি বড় অংশ ধসে পড়ে। রাত সোয়া ১টার পরে কাজ কিছুক্ষণ থামে, পরে আরেকটি এক্সক্যাভেটর যোগ দেয়।
মধ্যরাতে সেনাবাহিনী একবার ঘটনাস্থলে গেলেও ছাত্র-জনতা ‘ভুয়া ভুয়া’ স্লোগান তুললে তারা সরে যায়। গভীর রাতে মাইকে গান বাজে, অনেকে নাচেন। শেষ পর্যন্ত বাড়ির অর্ধেকের বেশি ভেঙে ফেলা হয়। তারপরও ভাঙা স্থাপনার চারপাশে সরকার নিরাপত্তা বজায় রেখেছে।