আট ঘণ্টার বেশি কাজ না করার শর্তে একের পর এক প্রজেক্ট হারাচ্ছেন দীপিকা পাড়ুকোন। সম্প্রতি নাগ অশ্বিনের বিখ্যাত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’-র সিক্যুয়েল থেকেও বাদ পড়েছেন তিনি। শুধু তাই নয়, এবার ছবির ‘এন্ড ক্রেডিট’ থেকেও অভিনেত্রীর নাম মুছে দেওয়া হয়েছে, যা ঘিরে ক্ষোভে ফুঁসছেন অনুরাগীরা।
২০২৪ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে দীপিকা অভিনয় করেছিলেন এক অন্তঃসত্ত্বা মহিলার চরিত্রে। শুটিং চলাকালীন বাস্তবেও তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। বর্তমানে ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মে স্ট্রিমিং হচ্ছে, যেখানে শেষের ক্রেডিট তালিকায় দেখা গেছে সকল অভিনেতা ও কলাকুশলীর নাম থাকলেও দীপিকার নাম অনুপস্থিত।
এই ঘটনা নজরে আনেন এক অনুরাগী, যিনি ক্রেডিট তালিকার ভিডিও পোস্ট করে লিখেছেন, “ক্রেডিট শুধু নাম দেখানোর বিষয় নয় এটি একজন শিল্পীর কাজকে স্বীকৃতি ও সম্মান জানানোর প্রতীক। দীপিকার মতো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করার পরও তাঁর নাম না থাকা অগ্রহণযোগ্য।”
পোস্টটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। বহু ভক্ত নির্মাতাদের ‘অত্যন্ত অপেশাদার’ বলে আক্রমণ করেন। এক জন লেখেন, “এটা চূড়ান্ত অপেশাদার আচরণ। দীপিকা শুধু ছবিতে অভিনয়ই করেননি, প্রচারেও অংশ নিয়েছিলেন। অথচ তাঁর নামই বাদ অবিশ্বাস্য!”