বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নাজিমা ৭৭ বছর বয়সে মারা গেছেন। সোমবার (১১ আগস্ট) মুম্বাইয়ে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চাচাতো বোন জারিন বাবু।
১৯৪৮ সালের ২৫ মার্চ মহারাষ্ট্রের নাসিকে জন্মগ্রহণ করেন নাজিমা। তার আসল নাম ছিল মেহর-উন-নিসা। ছোটবেলা থেকেই তার পরিবারের সঙ্গে সিনেমার গভীর সম্পর্ক ছিল। তার দাদি শরিফা বাই এবং পিসি হুসন বানু দুজনেই ছিলেন সেই সময়ের জনপ্রিয় অভিনেত্রী।
শিশুশিল্পী থেকে জনপ্রিয় অভিনেত্রী
নাজিমা তার অভিনয় জীবন শুরু করেন শিশুশিল্পী হিসেবে। তখন তিনি 'বেবি চাঁদ' নামে পরিচিত ছিলেন। পরিচালক বিমল রায় তাকে আবিষ্কার করেন এবং তার প্রথম ছবি ছিল 'দো বিঘা জামিন'। নাজিমা বিভিন্ন ছবিতে পার্শ্ব চরিত্রে অভিনয় করলেও তার প্রতিভা দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান করে নেয়।
তিনি ১৯৫৫ সালের 'দেবদাস' সিনেমায় ছোট পারুর বান্ধবীর চরিত্রে অভিনয় করেন। এছাড়াও 'বিরাজ বহু'-তে অভি ভট্টাচার্যের বোন, 'আয়ে দিন বাহার কে'-তে আশা পারেখের বোন এবং 'ড্রিম গার্ল'-এ হেমা মালিনীর প্রিয় বান্ধবীর চরিত্রে অভিনয় করে তিনি দর্শকের কাছে পরিচিতি লাভ করেন। রাজ কাপুরের প্রযোজনায় 'অব দিল্লি দূর নেহি' ছবিতেও তিনি অভিনয় করেছেন।
নায়িকাদের বোন বা প্রিয় বান্ধবীর চরিত্রে অভিনয় করলেও নাজিমা তার সহজ ও সাবলীল অভিনয়ের জন্য দর্শকদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবেন।