ত্রিশ বছর পেরিয়েও ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’-এর জাদু অম্লান। শাহরুখ-কাজলের ‘তুঝে দেখা তো…’ গান এখনো হৃদয় স্পর্শ করে, আর মহারাষ্ট্রের মারাঠা মন্দিরে তিন দশক ধরে চলছে ডিডিএলজে উৎসব, যেমন কোনো ভারতীয় ছবির ক্ষেত্রে দেখা যায় না।
এবার এই কাল্ট ক্লাসিক নতুন সম্মান পেল। লন্ডনের লেস্টার স্কোয়ারে স্থাপিত হলো শাহরুখ-কাজলের ব্রোঞ্জ মূর্তি, যা বিখ্যাত ‘ডোলি সাজাকে রাখ না’ গানের পোজে তৈরি। মূর্তির আবরণ উন্মোচনে হাজির ছিলেন রাহুল-সিমরান নিজেই। এটি প্রথমবারের মতো কোনো ভারতীয় ছবির চরিত্রকে লন্ডনের এই খ্যাতনামা স্কোয়ারে সম্মান দেওয়া হলো।
উন্মোচনের দিন শাহরুখ কালো পোশাকে, চোখে কালো চশমা। কাজল সেজেছিলেন অনন্য শাড়িতে। বৃষ্টিতে ভিজলেও তারা মূর্তির সামনে গানটির ঐতিহ্যবাহী পোজ দেন, এবং ভিড় জমে ওঠে দর্শকদেবীর মতো। হ্যারি পটার বা মেরি পপিন্সের মতোই এবার ভারতীয় সিনেমাও লেস্টার স্কোয়ারে ব্রোঞ্জের মর্যাদা পেল।
শাহরুখ সংবাদমাধ্যমকে বলেন, ডিডিএলজে বানানো হয়েছিল হৃদয় দিয়ে। এটি শুধুই প্রেমের গল্প নয়, দেখিয়েছিল কিভাবে ভালোবাসা সব বাধা ভেঙে দিতে পারে এবং পৃথিবীকে বদলে দিতে পারে। তাই ৩০ বছরেও ডিডিএলজের প্রভাব অটুট। কাজল যোগ করেন, ৩০ বছর পরও ছবিটি যে এত ভালোবাসা পাচ্ছে, তা অবিশ্বাস্য। মূর্তির উন্মোচন দেখে মনে হয়েছিল ইতিহাসের এক ক্ষুদ্র অংশ পুনরুজ্জীবিত হচ্ছে।
‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ মুক্তি পেয়েছিল ১৯৯৫ সালের ২০ অক্টোবর। ছবিতে শাহরুখ-কাজলের পাশাপাশি অমরেশ পুরী, ফরিদা জালাল, সতীশ শাহ, অনুপম খের, পরমিত শেঠি, মন্দিরা বেদি ছিলেন। ছবির কিছু অংশের শুটিং হয়েছিল লন্ডনেই।