মঞ্চনাটক দিয়ে ১৯৮৬ সালে অভিনয়জীবন শুরু করেন চিত্রলেখা গুহ। চার দশকের এই দীর্ঘ যাত্রায় নাটক, চলচ্চিত্র ও টেলিভিশনে নিয়মিত কাজ করলেও দেশের মঞ্চে এবারই প্রথম একক অভিনয় নিয়ে হাজির হচ্ছেন তিনি। ‘সমতল’ থিয়েটারের নতুন প্রযোজনা ‘লুৎফার প্রদীপ’ নাটকে একমাত্র অভিনয়শিল্পী হিসেবে দেখা যাবে এই গুণী অভিনেত্রীকে। আজ শুক্রবার সকালে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করেছেন তিনি।

প্রথমবার একক অভিনয়ে মঞ্চে ওঠা নিয়ে উচ্ছ্বাসের পাশাপাশি কিছুটা দুশ্চিন্তার কথাও জানিয়েছেন চিত্রলেখা গুহ। তাঁর ভাষ্য, প্রায় আট মাস আগে নাটকটির পরিকল্পনা শুরু হয়। এর মধ্যে কয়েক মাস দেশের বাইরে ছিলেন তিনি। দেশে ফিরে টানা তিন মাসের বেশি সময় ধরে মহড়া ও প্রস্তুতির মধ্য দিয়ে নিজেকে একক অভিনয়ের জন্য তৈরি করেছেন।

চার দশকের অভিনয়জীবনে এতদিন একক অভিনয়ের সুযোগ কেন আসেনি, এমন প্রশ্নে চিত্রলেখা গুহ বলেন, একক অভিনয়ের জন্য শক্ত চিত্রনাট্য, সুনির্দিষ্ট পরিকল্পনা এবং সাহস এই তিনটির সমন্বয় জরুরি। বিষয়টি অনেকের কাছেই চ্যালেঞ্জিং। এতদিন নিজের মধ্যে সেই সাহসটা খুঁজে পাননি বলেই হয়তো এগোনো হয়নি। তবে উত্তম গুহসহ কয়েকজন কাছের মানুষের উৎসাহ ও অনুপ্রেরণায় এবার সেই সাহসটাই করে ফেলেছেন।

১৯৮৬ সালে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে অঙ্গন থিয়েটারের প্রযোজনা ‘অভ্যন্তরীণ খেলাধুলা’ নাটকের মাধ্যমে মঞ্চে অভিষেক হয় চিত্রলেখা গুহর। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন মিলন চৌধুরী। এরপর তিনি থিয়েটার আর্ট ইউনিটের ‘সাতঘাটের কানাকড়ি’, ‘কিং লেয়ার’, ‘রূপবান’ এবং নাট্যজনের ‘তেভাগার পালা’, **‘অলীক বাবু’**সহ বহু উল্লেখযোগ্য প্রযোজনায় অভিনয় করেছেন।

‘সমতল’ থিয়েটারের প্রযোজনা ‘লুৎফার প্রদীপ’ নাটকটি রচনা করেছেন তানভীর মোকাম্মেল, নির্দেশনায় রয়েছেন সগীর মোস্তফা। উদ্বোধনী প্রদর্শনীতে উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার।

নাটকটি প্রসঙ্গে চিত্রলেখা গুহ বলেন, এটি এক দৃঢ়চেতা নারীর গল্প যিনি ভাঙবেন, কিন্তু মচকাবেন না। একই সঙ্গে এটি একটি মানবিক ও ঐতিহাসিক প্রেক্ষাপটসমৃদ্ধ নাটক। এমন একটি প্রযোজনার অংশ হতে পেরে তিনি দারুণ রোমাঞ্চিত।

আগামীকাল শনিবার ঢাকার বেইলি রোডের নীলিমা ইব্রাহিম মিলনায়তনে নাটকটির প্রথম মঞ্চায়ন হবে। একই দিনে দুটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে সন্ধ্যা ছয়টা ও রাত আটটায়। এর মাধ্যমে দেশের মঞ্চে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি একক অভিনয়নির্ভর নাটক।