সম্প্রতি এক গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে নিজের রাগী স্বভাব নিয়ে খোলামেলা কথা বলেছেন চাষী আলম। তিনি জানান, পর্দায় যাই দেখা যাক, ব্যক্তিজীবনে তিনি মোটেও ‘হাবা-গোবা’ নন। তার ভাষায়, বাস্তবে তিনি বেশ রাগী এবং সেটা তিনি ভালোভাবেই জানেন।
রাগের কারণে মাঝে মাঝে অস্বস্তিকর পরিস্থিতিতেও পড়তে হয় তাকে। এই স্বভাব বদলাতে ভক্ত ও দর্শকদের কাছে তিনি দোয়া চেয়েছেন। চাষী আলম বলেন, সবাই যেন দোয়া করেন যাতে তার মাথা ঠান্ডা থাকে এবং রাগ কমে, কারণ রাগ কোনোভাবেই পছন্দনীয় নয়।
কেন এমন রাগ হয়, সে বিষয়ে বলতে গিয়ে তিনি মজা করে বলেন, যেন সবসময় শয়তান তার সঙ্গে ঘুরে বেড়ায়। তাই তার একটাই প্রার্থনা, সবাই দোয়া করবেন যেন তিনি রাগ নিয়ন্ত্রণে রাখতে পারেন।
উল্লেখ্য, কাজল আরেফিন অমির জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’-এ অভিনয়ের মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন চাষী আলম। পরে নানা নাটক ও ওয়েব সিরিজে কাজ করে নিজের অবস্থান আরও শক্ত করেছেন তিনি।