দীর্ঘ বিরতির পর আবারও কলকাতার সিনেমায় ফিরছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরী। তিনি ব্রাত্য বসুর পরিচালনায় আসা ‘শিকড়’ ছবিতে অভিনয় করছেন। তবে প্রশ্ন উঠে, চঞ্চলের দীর্ঘ বিরতির পেছনে কি রাজনৈতিক কোনো কারণ আছে? এই বিষয়ে অভিনেতা স্পষ্ট ভাষায় জানালেন, তিনি রাজনীতি বা দেশ বিষয়ক কোনো দিক বুঝেন না, তিনি কেবল বাংলা চলচ্চিত্রের শিল্পী।
বোলপুরের ৩১ ডিগ্রি তাপমাত্রার তীব্র রোদ উপেক্ষা করে ঢিলে-ঢালা ফতুয়া আর একমুখ দাড়ি নিয়ে সাইকেলে ছুটতে দেখা যাচ্ছে চঞ্চল চৌধুরীকে। এই দৃশ্যই এখন কলকাতার গণমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দু। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটি গল্পের সংমিশ্রণে তৈরি হচ্ছে ব্রাত্য বসুর ‘শিকড়’, যার শুটিং চলছে বোলপুরের মোহনপুরে।
ভারতীয় গণমাধ্যমকে তিনি বলেন, “না, এই বিরতিটা আমার কাছে সম্পূর্ণ স্বাভাবিক। আমি কম ছবি করি। রাজনীতি বা দেশ বোঝার চেষ্টা করি না। আমরা বাংলা চলচ্চিত্রের শিল্পী। সব দর্শকের জন্যই ছবি তৈরি করি।” তিনি আরও যোগ করেন, “এখানে কোনো বিভাজন নেই। সারা বিশ্বের বাংলা চলচ্চিত্রের দর্শকদের জন্যই কাজ করি। আমার মনে হয়, রাজনীতির কোনো জায়গা সেখানে নেই। ওপার বাংলাতেও আমার কাজের সুযোগ রয়েছে। সিরিজ বা সিনেমা উভয়ই।”
চঞ্চল জানান, গ্রামবঞ্চিত জীবনের প্রতি তার বিশেষ আকর্ষণ রয়েছে। তিনি বলেন, “ঢাকায় থাকলেও আমি মূলত গ্রামের ছেলে। যখন ছবিতে মেঠো পথে সাইকেল চালাই, পুরনো দিনের অনেক স্মৃতি ভেসে ওঠে। এই ছবি করতে গিয়ে বারবার সেই স্মৃতিগুলো মনে পড়েছে।”
ছবিতে বাবা-ছেলের সুন্দর সম্পর্কের গল্প দেখানো হবে। চঞ্চল চৌধুরীর চরিত্রের সঙ্গে তার ব্যক্তিজীবনের মিলও রয়েছে। কারণ তার চরিত্রের বাবা ডিমেনশিয়ায় আক্রান্ত, যা তার নিজের বাবার শেষ জীবনের সঙ্গে মিল খায়।