প্রায় ১৪ বছর আগে অস্ট্রেলিয়া নিবাসী হোটেল ব্যবসায়ী পিটারের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন বলিউড অভিনেত্রী সেলিনা জেটলি। সেই দীর্ঘ সংসারে তাঁদের তিন সন্তান রয়েছে। স্বামীর হাতে প্রতিনিয়ত নিগ্রহের শিকার হওয়ার কথা উল্লেখ করে মঙ্গলবার (২৫ নভেম্বর) সামাজিক মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন সেলিনা। শুধু তা-ই নয়, তিনি স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগে মুম্বাই আদালতে মামলাও করেছেন।

সেলিনা জেটলির অভিযোগ, তাঁর স্বামী পিটার অত্যন্ত নিষ্ঠুর এবং সব সময় তাঁকে নিয়ন্ত্রণ করেন। এমনকি স্বামীর হাতে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকারও হয়েছেন। অভিনেত্রীর গুরুতর অভিযোগ, পিটার হগ তাঁর ক্যারিয়ার এবং অর্থনৈতিক স্বাধীনতাকে পুরোপুরি 'পঙ্গু' করে দিয়েছেন। তিনি স্বামীকে 'নার্সিসিস্টিক' আখ্যা দিয়ে জানিয়েছেন যে, স্ত্রী এবং তিন সন্তানের প্রতি পিটার একেবারেই সহানুভূতিশীল নন।

অভিযোগনামায় সেলিনা দাবি করেছেন যে, তাঁদের তিন সন্তান বর্তমানে অস্ট্রেলিয়ায় তাদের বাবার কাছে রয়েছে এবং পিটার সন্তানদের সঙ্গে তাঁর যোগাযোগ ছিন্ন করতে বাধ্য করেছেন। বলিউডের সূত্র থেকে জানা গেছে, সেলিনা জেটলির আবেদনের ভিত্তিতে ইতোমধ্যেই মুম্বাই আদালতের পক্ষ থেকে পিটার হগকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট মামলার শুনানির জন্য আগামী ১২ ডিসেম্বর দিন ধার্য করা হয়েছে।