দক্ষিণ কোরিয়ার শত বছরের পুরোনো লোকগান ‘আরিরাং’ প্রজন্মের পর প্রজন্ম ধরে কোরিয়ানদের আবেগ ও পরিচয়ের অংশ হয়ে আছে। সেই ঐতিহ্যবাহী লোকগানের নামেই নিজেদের নতুন অ্যালবামের নাম রেখেছে বিটিএস। গতকাল বৃহস্পতিবার অ্যালবামের নাম ঘোষণা করেছে জনপ্রিয় কে-পপ গ্রুপটি।

প্রায় চার বছরের বিরতির পর আগামী ২০ মার্চ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘আরিরাং’ নিয়ে ফিরছেন আরএম, জাংকুক, জিমিনরা। এক বিবৃতিতে বিগ হিট মিউজিক জানিয়েছে, এই অ্যালবামে বিটিএস তাদের শেকড় ও সাংস্কৃতিক পরিচয়কে তুলে ধরেছে। পাশাপাশি গানগুলোতে ভালোবাসা ও হৃদয়ের আকুলতা সুরের মাধ্যমে প্রকাশ পেয়েছে।

‘আরি’ শব্দের অর্থ সুন্দর এবং ‘রাং’ অর্থ প্রিয়জন। ‘আরিরাং’ গানটির সঙ্গে কোরিয়ানদের আবেগ গভীরভাবে জড়িয়ে আছে। এর সঠিক উৎপত্তিকাল জানা না গেলেও প্রায় এক শতাব্দী ধরে গানটি কোরিয়ায় জনপ্রিয়। ধানখেতে কাজ করার সময়, প্রতিবাদে, পারিবারিক অনুষ্ঠানে কিংবা রাষ্ট্রীয় আয়োজনে সব ক্ষেত্রেই ‘আরিরাং’ গাওয়া হয়েছে।

বিগ হিট মিউজিক জানিয়েছে, বিটিএসের নতুন অ্যালবামে মোট ১৪টি গান থাকবে। ২০২৫ সালের শেষ দিকে অ্যালবামের রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এর আগে ২০২২ সালের জুনে অ্যান্থোলজি অ্যালবাম ‘প্রুফ’ প্রকাশ করেছিল গ্রুপটি। সর্বশেষ পূর্ণাঙ্গ অ্যালবাম ‘ম্যাপ অব দ্য সোল: সেভেন’ মুক্তি পায় ২০২০ সালে।

ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণা

অ্যালবামের পাশাপাশি ওয়ার্ল্ড ট্যুরের ঘোষণাও দিয়েছে বিটিএস। আগামী ৯ এপ্রিল দক্ষিণ কোরিয়ার গিয়ংগি প্রদেশের গোইয়াং স্পোর্টস কমপ্লেক্স থেকে ট্যুর শুরু হবে। গত মঙ্গলবার রাতে বৈশ্বিক ফ্যানডম প্ল্যাটফর্ম উইভার্সে ট্যুরের পোস্টার প্রকাশ করা হয়।

এখন পর্যন্ত উত্তর আমেরিকা, ইউরোপ, দক্ষিণ আমেরিকা ও এশিয়ার ৩৪টি শহরে মোট ৭৯টি কনসার্ট নিশ্চিত হয়েছে। এটি কোনো কে-পপ গ্রুপের একক ট্যুরে সর্বাধিক শোর রেকর্ড বলে জানা যাচ্ছে।

২০২২ সালে লাস ভেগাসে ‘বিটিএস পারমিশন টু ড্যান্স অন স্টেজ’ শো শেষ করার পর আর কোনো ট্যুরে দেখা যায়নি গ্রুপটিকে। দক্ষিণ কোরিয়ায় শো শেষে ২৫ এপ্রিল ফ্লোরিডা থেকে শুরু হবে উত্তর আমেরিকা পর্ব। সেখানে ১২টি শহরে ২৮টি কনসার্ট করবে বিটিএস। জুন ও জুলাইয়ে ইউরোপ সফরে লন্ডন, প্যারিসসহ পাঁচটি শহরে ১০টি শো করার কথা রয়েছে। দক্ষিণ আমেরিকা পর্বে সাও পাওলো, বুয়েনস এইরেসসহ পাঁচটি শহরে পারফর্ম করবে গ্রুপটি।