গত বৃহস্পতিবার প্রকাশ পেয়েছে বহুল প্রতীক্ষিত সিনেমা ‘বর্ডার টু’-এর ট্রেলার। তিন মিনিট ৩৫ সেকেন্ডের এই ট্রেলারে উঠে এসেছে যুদ্ধের ময়দান, আধুনিক যুদ্ধাস্ত্র, সেনাদের দৃঢ় নেতৃত্বের পাশাপাশি প্রেম ও আবেগের গল্পও। ভারতীয় সেনাদের গর্জন, টানটান উত্তেজনা আর ঝাঁঝালো সংলাপে ভরপুর ট্রেলারটি ইতোমধ্যেই দর্শকের নজর কাড়ছে।

সিনেমাটিতে মেজর চাঁদপুরী চরিত্রে দেখা গেছে সানি দেওলকে। ট্রেলারের এক পর্যায়ে তাঁকে হুঙ্কার ছুড়ে বলতে শোনা যায়, “আমাদের গর্জন যেন লাহোর পর্যন্ত শোনা যায়…”। এখানেই থেমে থাকেননি তিনি। আরেক দৃশ্যে পাকিস্তানকে উদ্দেশ করে তাঁর সংলাপ, “তোমরা আমাদের কী হারাবে? তোমাদের পাকিস্তানে যত মানুষ আছে, তার চেয়েও বেশি ছাগল আমাদের এখানে ঈদে কোরবানি হয়…”

এই সংলাপ ঘিরেই শুরু হয়েছে আলোচনা ও বিতর্ক। বিশেষ করে পাকিস্তানি দর্শকদের একাংশ এই বক্তব্যে আপত্তি তুলেছেন। তবে সামাজিক মাধ্যমে অনেকের মন্তব্য, যুদ্ধ-হুংকারে বলিউড যতটা সাহসী, বাস্তবে ভারত ততটাই সংযত। অন্যদিকে ভারতীয় দর্শকদের বড় একটি অংশ সানি দেওলের সংলাপকে দেশপ্রেমের প্রকাশ হিসেবেই দেখছেন।

‘বর্ডার টু’ পরিচালনা করেছেন অনুরাগ সিং। সানি দেওলের পাশাপাশি ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্ঝ, আহান শেঠি সহ আরও বেশ কয়েকজন তারকা। ভারতের সাধারণতন্ত্র দিবসের আগে, আগামী ২৩ জানুয়ারি ২০২৬ সালে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে সিনেমাটির।