তারকাদের দিয়ে বিয়ের আসর রাঙানো ভারতীয় অভিজাত পরিবারগুলোর পুরনো অভ্যাস। আগে এটা শুধু বলিউডের ভেতর ঘুরত, এখন হলিউড তারকারাও সেই লাইটের দিকে টান অনুভব করছেন। দেশজোড়া আলোচনার মাঝেই উদয়পুরে বসেছে শিল্পপতি রাজু মন্টেনার মেয়ে নেত্রা মন্টেনার বিয়ের আসর। রাজকীয় আয়োজন, সাজে-গানে চোখের সামনে যেন রঙিন উৎসবের নদী। এই সুবিশাল আয়োজনেই নেচেছেন রণবীর সিং, জাহ্নবী কাপুরসহ আরও অনেকে।
তবে আসল কৌতূহলটা থাকে অন্য জায়গায়, কোন তারকা কত নেন?
ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনার নাচে যেটা থাকে সেটা শুধু গতি নয় এটা যেন সঙ্গীতের ওপর দিয়ে ছুটে যাওয়া আলো। বড় ইভেন্টে তাঁর নাম প্রথমেই আসে, কারণ তিনি মঞ্চে উঠলেই অনুষ্ঠান প্রাণ ফিরে পায়।
একটি পারফরম্যান্স থেকে আয় করেন প্রায় ৩.৫ কোটি রুপি।
শাহরুখ খান
বলিউডের রাজা আসলে তাঁর ক্যারিশমা দিয়ে পুরো পরিবেশটাকে নিজের মতো করে নেন। তিনি শুধু নাচেন না মঞ্চে এসে অতিথিদের সঙ্গে গল্প করেন, খানিক মজা করেন, ভিড়কে নরম করে হাসাতে হাসাতে অনুষ্ঠানটাকে ঘরোয়া আর জাঁকজমকের মাঝামাঝি এক অদ্ভুত জায়গায় নিয়ে যান।
একটি অনুষ্ঠানে তাঁর আয় প্রায় ৩ কোটি রুপি।
অক্ষয় কুমার
অক্ষয় যখন নাচেন, সেটা নাচ না এটা পুরো শরীরের ব্যায়াম। দ্রুত মুভমেন্ট, মঞ্চজুড়ে ঘুরে বেড়ানো, দর্শকদের সঙ্গে মুহূর্ত তৈরি করা এই সব কারণে তাঁর শো আলাদা উল্লাস তৈরি করে। যদিও তিনি নিয়মিত বিয়ের মঞ্চে ওঠেন না।
তবে ডাক পেলে নেন প্রায় ২.৫ কোটি রুপি।
হৃতিক রোশন
নাচের মানদণ্ড যদি আলাদা করে সেট করতে হয়, হৃতিকের নাম ছাড়া সেটা অসম্ভব। তাঁর শরীর যেন সঙ্গীতের প্রতিটি বিটের সাথে নিজস্ব ভাষায় কথা বলে।
একটি ইভেন্টে নাচতে তাঁর আয় প্রায় ২.৫ কোটি রুপি।
সালমান খান
তাঁকে পাওয়া মানে আয়োজকদের জন্য এক ধরনের ‘ঘটনা’। তিনি খুব কমই বিয়েতে নাচেন, আর সেই বিরলতাই তাঁকে আরও মূল্যবান করে তোলে। তাঁর নাচে একটা স্বতন্ত্র ভঙ্গি আছে, যা ভাইরাল হতে সময় লাগে না।
অংশ নিলে আয় করেন প্রায় ২ কোটি রুপি।
আলিয়া ভাট
আলিয়ার নাচে তেমন কোনো আড়ম্বর থাকে না বিশেষত্ব থাকে তাঁর স্বাভাবিকতায়। মঞ্চে তিনি যেন সহজ একটা বাতাস নিয়ে আসেন। বিয়ের পর তাঁকে কম দেখা যায়, কিন্তু অনন্ত আম্বানির বিয়েতে রণবীরের সঙ্গে তাঁর নাচ নিয়ে দর্শকদের উচ্ছ্বাস কম ছিল না।
নেন প্রায় ১.৫ কোটি রুপি।
দীপিকা পাড়ুকোন
মঞ্চে তাঁর ওঠা মানেই পরিবেশে সিনেমাটিক নরম আলো ছড়িয়ে যাওয়া। তিনি সবসময় তালের সঙ্গে গল্প তৈরি করেন। মাতৃত্বকালীন বিরতির আগে তিনি বড় বড় ইভেন্টে নিয়মিত ছিলেন।
একটি পারফরম্যান্সের জন্য আয় করেন প্রায় ১ কোটি রুপি।
উচ্চপ্রোফাইল বিয়ের দুনিয়ায় এসব তারকার অংশগ্রহণ শুধু নাচ নয় এটা এক ধরনের প্রভাব, এক ধরনের সামাজিক সংকেত। আর আয়োজকরা সেই সংকেতে নিজেদের জায়গা আরও উঁচুতে স্থাপন করেন।