ভারতের কিংবদন্তি অভিনেতা ধর্মেন্দ্র গত ২৪ নভেম্বর পৃথিবীকে বিদায় বলেছেন। তাঁর মৃত্যুর পর দুই পুত্র সানি ও ববি দেওল এতদিন কোনো মন্তব্য করেননি। বাবার মৃত্যুর ১৪ দিন পর, তাঁর ৯০তম জন্মদিনে বাবাকে স্মরণ করে আবেগঘন পোস্ট করলেন পুত্র ববি দেওল। এটি ধর্মেন্দ্রর মৃত্যুর পর তাঁর প্রথম সোশ্যাল মিডিয়া পোস্ট, যেখানে তিনি বাবার প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেছেন।
ববি দেওল তাঁর পোস্টে লেখেন, "আমার প্রিয় বাবা এবং আমাদের প্রিয় ধরম, তোমার কথা ভেবেই এই লেখাটি লিখছি। তুমি আমাদের সবাইকে যে ভালোবাসা দিয়েছ, বিশ্বের আর কোথাও এমন ভালোবাসা নেই। আমাদের প্রতিটি হাসি-অশ্রু, প্রতিটি কষ্টের মুহূর্তে তুমি পাশে থেকেছ। যা কেবল আমাদের ধরমই করতে পারে।" এই পোস্টের মাধ্যমে তিনি বাবার নিঃশর্ত সমর্থন এবং পারিবারিক বন্ধনের ওপর তাঁর গভীর প্রভাবের কথা তুলে ধরেছেন।
কবিতা আকারে তিনি আরও জানান, "তুমি যখন তারকা হলে, তখন সবাইকে নিয়ে এগিয়েছিলে। কারও হাত ছাড়নি। দেশের নাম গর্বের সঙ্গে উজ্জ্বল করেছ। তুমি সবার ‘হি-ম্যান’, কিন্তু ছোটবেলা থেকেই তুমি আমার নায়ক। তোমার কাছেই স্বপ্ন দেখতে শিখেছি, শিখেছি আত্মবিশ্বাস। তোমার মূল্যবোধই আমাদের ‘দেওল’ করেছে।" ববি দেওল তাঁর বাবার এই নৈতিক মূল্যবোধকে দেওল পরিবারের ভিত্তি হিসেবে উল্লেখ করেছেন। এই আবেগঘন পোস্টে অভিনেতা ধর্মেন্দ্রর প্রতি তাঁর ব্যক্তিগত ও পেশাগত সম্মান স্পষ্ট ফুটে উঠেছে।