বলিউডে ফিরছে জন আব্রাহামের সুপারহিট অ্যাকশন ফ্র্যাঞ্চাইজি ‘ফোর্স’। তৃতীয় কিস্তি ‘ফোর্স ৩’ পরিচালনা করবেন ভর ধুলিয়া। ছবির নায়িকা হিসেবে ইতোমধ্যেই চূড়ান্ত হয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী মীনাক্ষী চৌধুরী। এর মাধ্যমে প্রথমবারের মতো তিনি পূর্ণাঙ্গভাবে হিন্দি চলচ্চিত্রে অভিষেক করবেন।

‘গট’, ‘গুন্টুর কারাম’, ‘হিট ২’, ‘লাকি ভাস্কার’ ও ‘সংক্রান্তি বাস্তুনাম’-এর মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পাওয়া মীনাক্ষী এবার জন আব্রাহামের বিপরীতে সমানতালে অ্যাকশন দৃশ্যে হাজির হবেন। চরিত্রের জন্য তিনি আগামী কয়েক মাস ধরে বিশেষ অ্যাকশন ওয়ার্কশপে অংশ নেবেন বলেও জানা গেছে।

জন আব্রাহাম বর্তমানে রোহিত শেঠির সঙ্গে রাখেশ মারিয়া বায়োপিকের কাজ শেষ করছেন। অক্টোবরের শেষ দিকে সেই শুটিং শেষ হলে নভেম্বর থেকেই শুরু হবে ‘ফোর্স ৩’-এর ক্যামেরার কাজ। ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ২০২৬ সালের শুরুর দিকে।

উল্লেখযোগ্য বিষয় হলো, জন আব্রাহাম বিপুল শাহের কাছ থেকে ‘ফোর্স ৩’-এর স্বত্ব কিনে নিয়েছেন। নতুন এই সিক্যুয়েলে দেশীয় সংঘাতকে ঘিরে টানটান উত্তেজনাপূর্ণ গল্পে থাকবে ভরপুর অ্যাকশন। বর্তমানে জন ও ভর ধুলিয়া একসঙ্গে চিত্রনাট্যের কাজ চূড়ান্ত করছেন।