ছোট পর্দার পরিচিত অভিনেতা পার্থ শেখ জীবনের নতুন পথে পা রেখেছেন। তিনি বিয়ে করেছেন তাঁর দীর্ঘদিনের ভালোবাসার মানুষ সামিহা রহমানকে। বৃহস্পতিবার ৮ জানুয়ারি তাদের বিয়ে সম্পন্ন হয়। খবরটি নিশ্চিত করেছেন নির্মাতা রাফাত মজুমদার রিংকু।
রিংকু জানান, অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজ অঙ্গনের ঘনিষ্ঠ অনেকেই উপস্থিত ছিলেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতির একটি ছবি প্রকাশ করে তিনি শুভেচ্ছা জানান। ক্যাপশনে লেখেন, “নতুন জীবন সুন্দর হোক পার্থ শেখ।”
পার্থ শেখ ও সামিহা রহমানকে আগে থেকেই একসঙ্গে দেখা যেত সামাজিক যোগাযোগমাধ্যমে। একসঙ্গে তোলা ছবিগুলো ভক্তদের মধ্যেও আলোচনার জন্ম দেয়। দীর্ঘ দিনের প্রেমের গল্প শেষ পর্যন্ত বিয়ের মাধ্যমে পূর্ণতা পেল।
মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করা পার্থ শেখ গত দুই বছরে অভিনয়ে বেশ পরিচিতি পান। নিয়মিত টেলিভিশন নাটকে কাজ করছেন তিনি। পাশাপাশি জনপ্রিয় ওয়েব সিরিজ ‘কারাগার’-এ অভিনয় করে দর্শকের বিশেষ নজর কেড়েছেন।