শুধু অভিযোগ তোলাতেই থেমে থাকেননি যশ। তিনি ফারহানার একাধিক ব্যক্তিগত ছবি ও ভিডিও প্রকাশ করেছেন। যশের দাবি, একটি পিআর ফার্মের মাধ্যমে তিনি ফারহানা ভাটের অফিসিয়াল টুইটার (বর্তমানে এক্স) ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পরিচালনার দায়িত্বে ছিলেন।

তার ভাষ্য অনুযায়ী, গত ১৭ ডিসেম্বর পর্যন্ত তিনি ফারহানার সোশ্যাল মিডিয়া টিমের সঙ্গে যুক্ত ছিলেন এবং তার মাধ্যমেই ফারহানার নিয়মিত পোস্ট ও টুইট প্রকাশ করা হতো। যশের অভিযোগ, দীর্ঘ সময় কাজ করলেও তার প্রাপ্য বকেয়া পারিশ্রমিক পরিশোধ করা হয়নি। বারবার যোগাযোগের চেষ্টা করেও পিআর টিমের কাছ থেকে কোনো স্পষ্ট জবাব পাননি তিনি।

যশ বলেন, অতিরিক্ত কাজের চাপে তার স্বাস্থ্যেরও অবনতি হয়েছিল। তবুও একাধিকবার ফলোআপ করার পর টাকা না পেয়ে তিনি বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন। তার আরও দাবি, শুধু তিনি নন, আরও কয়েকজন নির্মাতার সঙ্গেও একই ধরনের আচরণ করা হয়েছে। বকেয়া পারিশ্রমিক না পাওয়ায় অনেকেই আর্থিক সমস্যায় পড়েছেন।

এদিকে, যশের প্রকাশ করা একটি ভিডিওতে ফারহানাকে ‘বিগ বস’-এর ক্রিয়েটিভ টিমের সদস্যদের সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা যায়। এরপর থেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন উঠতে শুরু করেছে, শো-এর পর্দার আড়ালে কি ‘বিগ বস’ টিমের সঙ্গে ফারহানার বিশেষ কোনো যোগাযোগ রয়েছে। বিষয়টি ঘিরে তার শো-তে সাফল্য নিয়েও অনলাইনে বিতর্ক দানা বেঁধেছে।