বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি ঐশ্বরিয়া রাই বচ্চন এবং অভিষেক বচ্চনের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন প্রায়শই শোনা যায়। কিন্তু প্রতিবারই তারা নিজেদের সুখী দাম্পত্য জীবন দিয়ে সেই গুজব উড়িয়ে দেন। সম্প্রতি আবারও তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের খবর ছড়িয়ে পড়েছিল। এবারও সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে এই দম্পতি প্রমাণ করলেন যে তাদের সম্পর্ক এখনো অটুট।

বিমানবন্দরে মধুর মুহূর্ত

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, গত ১০ আগস্ট রবিবার সকালে মুম্বাই বিমানবন্দরে ঐশ্বরিয়া এবং অভিষেকের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়া তাদের মেয়ে আরাধ্যাকে নিয়ে পারিবারিক ছুটি কাটিয়ে দেশে ফিরেছেন এবং তাদের জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন অভিষেক বচ্চন।

ভিডিওটিতে তিনজনকেই হাসিমুখে একসঙ্গে দেখা গেছে। অভিষেককে তার স্ত্রী এবং মেয়ের জন্য গাড়ির দরজা খুলে দিতে দেখা যায়, যা দেখে কোনোভাবেই মনে হয় না তাদের সম্পর্কে কোনো তিক্ততা আছে। মা-মেয়ে দুজনেই কালো পোশাকে ছিলেন, আর অভিষেক পরেছিলেন একটি বাদামী জ্যাকেট।

ভক্তদের সঙ্গে সেলফি এবং হাসি-খুশি মেজাজ

শুধু বিমানবন্দরে নয়, তাদের কিছু মধুর মুহূর্তের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। একটি ভিডিওতে দেখা যায়, ঐশ্বরিয়া সানগ্লাস পরে ক্যামেরার সামনে চুল ঠিক করছেন। অন্য একটি ভিডিওতে তিনি অভিষেকের কাঁধে মাথা রেখে ভক্তদের সঙ্গে সেলফি তুলছেন। দুজনের মুখে ছিল প্রাণখোলা হাসি, যা তাদের সম্পর্ক নিয়ে ছড়ানো সব নেতিবাচক গুঞ্জনে পানি ঢেলে দিয়েছে।

কিছুদিন আগে একটি সাক্ষাৎকারে অভিষেক বলেছিলেন, "ঐশ্বরিয়ার সঙ্গে আমার সম্পর্ক নিয়ে আমি যতই পরিষ্কার ব্যাখ্যা দিই না কেন, কেউ না কেউ সেটাকে বিকৃত করবে। নেতিবাচক খবরই বেশি বিক্রি হয়, তাই এখন আর আমি উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না।"

ঐশ্বরিয়া ও অভিষেক সবসময়ই তাদের সম্পর্ক নিয়ে কোনো কথা না বলে নিজেদের একসঙ্গে উপস্থিতির মাধ্যমেই সব গুঞ্জন উড়িয়ে দেন। এবারও তারা সেই একই পথ বেছে নিলেন এবং ভক্তরা তাদের একসঙ্গে দেখে খুবই আনন্দিত।