কমেডিয়ান ভারতী সিং আবারও মা হচ্ছেন। স্বামী হর্ষ লিম্বাচিয়ার ঔরসে তাঁদের ঘরে আসছে নতুন অতিথি। গতকাল রোববার ভারতী নিজের ইনস্টাগ্রামে বেবি বাম্পের ছবি দিয়ে ভক্তদের এ সুখবর দেন। মুহূর্তেই সেই পোস্টে ভেসে আসে শুভেচ্ছা আর ভালোবাসার বার্তা।

ছবিতে নীল রঙের পোশাকে ভারতীকে বেবি বাম্প ফটোশুটে দেখা যায়। ক্যাপশনে তিনি লেখেন ‘দ্বিতীয় সন্তান শিগগিরই আসছে।’ এই ছবিতে ভারতী মাতৃত্বের সৌন্দর্যকে নতুনভাবে ফুটিয়ে তুলেছেন বলে ভক্তরা মন্তব্য করেছেন। ছবি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই রাজকুমার রাও, বরুণ ধাওয়ান, পরিণীতি চোপড়া, সোহা আলী খানের মতো বলিউড তারকারা পোস্টে লাইক ও শুভেচ্ছা জানিয়েছেন। ইতিমধ্যেই পোস্টটি ১৬ লাখের বেশি প্রতিক্রিয়া পেয়েছে।

২০১৭ সালের ৩ ডিসেম্বর গোয়ায় বিয়ে করেন ভারতী ও হর্ষ। ২০২২ সালের ৩ এপ্রিল ঘর আলো করে আসে তাঁদের প্রথম সন্তান লক্ষ্য। চলতি বছরের অক্টোবরেই ইনস্টাগ্রামে পাহাড়ি প্রাকৃতিক দৃশ্যের সামনে তোলা একটি ছবি দিয়ে ভারতী দ্বিতীয় সন্তানের খবরটি প্রথম জানিয়েছিলেন। ভারতী বর্তমানে কালারস টিভিতে সম্প্রচারিত জনপ্রিয় শো ‘লাফটার শেফস’ এর তৃতীয় মৌসুম উপস্থাপনা করছেন।