বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে ছেড়ে দিতে কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। একই সঙ্গে ফ্র্যাঞ্চাইজিটিকে খেলোয়াড় বদলের অনুমতিও দেওয়া হবে বলে জানিয়েছে বোর্ড।

গুয়াহাটিতে বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ভারতের বার্তা সংস্থা এএনআইকে বলেন, সাম্প্রতিক পরিস্থিতির কারণে কেকেআরকে তাদের স্কোয়াডে থাকা বাংলাদেশের খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। দল চাইলে বিকল্প খেলোয়াড় নেওয়ার অনুমতিও দেবে বিসিসিআই।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর দাবি, বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতার খবর প্রকাশের পর থেকেই মোস্তাফিজের আইপিএল চুক্তি নিয়ে বিতর্ক শুরু হয়। এই প্রেক্ষাপটে ২০২৬ আইপিএলে তাঁর অংশগ্রহণ নিয়েও প্রশ্ন ওঠে। ধর্মীয় গুরু দেবকীনন্দন ঠাকুর কেকেআর ব্যবস্থাপনাকে মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আহ্বান জানান। বিজেপি নেতা সঙ্গীত সোম মোস্তাফিজকে দলে নেওয়ায় কেকেআরের মালিক শাহরুখ খানকে ‘বিশ্বাসঘাতক’ বলেও আক্রমণ করেন।

গত মাসে অনুষ্ঠিত আইপিএল নিলামে বাংলাদেশের সাতজন ক্রিকেটারের নাম থাকলেও দল পান কেবল মোস্তাফিজুর রহমান। ৯ কোটি ২০ লাখ রুপিতে তাঁকে কিনে নেয় কলকাতা নাইট রাইডার্স, যা আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের সর্বোচ্চ মূল্য।

এর আগে এনডিটিভিকে বিসিসিআইয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছিলেন, মোস্তাফিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে তারা সরকারের নির্দেশনার অপেক্ষায় আছেন। আইএএনএসকে বিসিসিআই সূত্র জানায়, বাংলাদেশি খেলোয়াড়দের আইপিএলে অংশগ্রহণে নিষেধাজ্ঞা নিয়ে তখন পর্যন্ত সরকারের কোনো নির্দেশ ছিল না। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বিসিসিআই সচিব আজ মোস্তাফিজকে কেকেআর থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তের কথা জানান।

এদিকে ‘অল ইন্ডিয়া ইমাম অর্গানাইজেশন’-এর প্রধান ইমাম উমর আহমেদ ইলিয়াসি শাহরুখ খানের সমালোচনা করে বলেন, বাংলাদেশে হিন্দুদের ওপর সহিংসতার খবর থাকা সত্ত্বেও একজন বাংলাদেশি খেলোয়াড় কেনা দুঃখজনক। তাঁর মতে, শাহরুখ খানের এ বিষয়ে জাতির কাছে ক্ষমা চাওয়া এবং প্রকাশ্যে নিন্দা জানানো উচিত।

শিবসেনা নেতা সঞ্জয় নিরুপমও শাহরুখ খানকে লক্ষ্য করে বলেন, বাংলাদেশের সঙ্গে যেকোনো সম্পর্ক থাকলেই এখন ভারতে ক্ষোভের মুখে পড়তে হতে পারে। তাই আগেভাগেই কেকেআরের বাংলাদেশি খেলোয়াড়কে সরানোর অনুরোধ জানান তিনি।

কংগ্রেস নেতা সুপ্রিয়া শিরনাতে প্রশ্ন তুলেছেন, আইপিএল নিলামে বাংলাদেশের খেলোয়াড়দের অন্তর্ভুক্তির অনুমতি কে দিয়েছে। তাঁর মতে, এ বিষয়ে বিসিসিআই ও আইসিসিকে জবাব দিতে হবে এবং আইসিসি প্রধান হিসেবে জয় শাহর দায়িত্ব এড়ানোর সুযোগ নেই।

মোস্তাফিজুর রহমান এর আগে পাঁচটি দলের হয়ে আট মৌসুম আইপিএলে খেলেছেন। এই সময়ে তিনি মোট ৬৫টি উইকেট শিকার করেছেন।