ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি সবসময়ই ভক্তদের কাছে বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দু। ফেসবুকে তার অনুসারীর সংখ্যা প্রায় ১৬ মিলিয়ন, যা তারকাদের মধ্যে সর্বাধিক। এবার তিনি হাজির হয়েছেন জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-এর দশম পর্বে।
প্রায় ১০০ মিনিটের এই পর্বে পরীমনি শেয়ার করেছেন জীবনের অজানা অনেক অভিজ্ঞতা ও নতুন ভাবনার কথা। তিনি জানান, আগের তুলনায় এখন অনেক বেশি পরিণত হয়েছেন কোনো কাজ করার আগে ভেবেচিন্তে সিদ্ধান্ত নেন। এই পরিবর্তনের পেছনে প্রধান প্রেরণা তার সন্তানরা।
রুম্মান রশীদ খানের সঞ্চালনায় অনুষ্ঠানে তিনি খোলামেলা স্বীকার করেন, আগে কোনো সঞ্চয় ছিল না; তবে এখন মাসে নিয়মিত সঞ্চয় করেন কেবল সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে। তার ভাষায়, “আমার যদি দুই টাকা উপার্জনও হয়, সেটা যেন আমার বাচ্চারা বড় হয়ে ভোগ করতে পারে।”
মজার ছলে তিনি বলেন, বর্তমানে তিনি পুণ্য ও প্রিয়মের মা হলেও ভবিষ্যতে আরও ৯৮টি সন্তানের মা হওয়ার ইচ্ছে আছে মোট ১০০ সন্তানের দায়িত্ব নিতে চান তিনি। একই সঙ্গে তিনি প্রার্থনা করেন, যেন আল্লাহ তাকে যথেষ্ট সামর্থ্য দেন সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে তোলার।
পরীমনি আরও জানান, অভিনয়ের আগে তিনি নাচ শেখার চেষ্টা করেছিলেন। তবে গুণী নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌকে দেখে এতটাই অভিভূত হয়েছিলেন যে, ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যান এবং আর ফেরেননি।
উল্লেখ্য, পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।