টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত অভিনীত বহু প্রতীক্ষিত অ্যাকশন সিনেমা ‘বাগি ফোর’ অবশেষে মুক্তির ছাড়পত্র পেয়েছে। তবে ছবির টিজারে ধুন্ধুমার অ্যাকশন দেখিয়ে দর্শকের মধ্যে যে উত্তেজনা তৈরি হয়েছিল, সেন্সর বোর্ডের ছাড়পত্র পেতে নির্মাতাদের বেশ বেগ পেতে হয়েছে। ছবির মোট ২৩টি দৃশ্যে কাঁচি চালিয়েছে ভারতীয় সেন্সর বোর্ড, যার ফলে নির্মাতাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য বাদ দিতে হয়েছে।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ‘বাগি ফোর’-এ অতিরিক্ত সহিংসতা, নগ্নতা, গালাগালি এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো বিষয় রয়েছে। যেসব দৃশ্য বাদ দেওয়া হয়েছে, সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো রক্তগঙ্গা বয়ে যাওয়া ভয়াবহ অ্যাকশন সিকোয়েন্স, অতিরিক্ত নগ্ন দৃশ্য এবং কনডমের ব্যবহার।

এছাড়াও, এক দৃশ্যে যিশুর মূর্তিতে ছুরিকাঘাত এবং কফিনের ওপর দাঁড়িয়ে থাকার মতো দৃশ্যও সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে। প্রদীপের শিখা থেকে বিড়ি জ্বালানো এবং সঞ্জয় দত্তের কাটা হাতে সিগারেট জ্বালানোর মতো দৃশ্যগুলোও নির্মাতাদের ছেঁটে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। অশ্লীল সংলাপগুলোও 'মিউট' করে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

নির্মাতা এ. হর্ষের এই সিনেমাটি শেষ পর্যন্ত সেন্সর বোর্ডের কাছ থেকে 'এ' (প্রাপ্তবয়স্কদের জন্য) সার্টিফিকেট পেয়েছে। এতে টাইগার শ্রফ ও সঞ্জয় দত্ত ছাড়াও অভিনয় করেছেন সোনম বাজওয়া, হরনাজ সান্ধু এবং সুনিত মোরারজি