বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার সাফল্যের রাস্তাটা সহজ ছিল না। সাফল্যের চূড়ায় থাকা এই তারকাকে একসময় তার বাবার কঠিন নির্দেশের মুখে পড়ে চণ্ডীগড়ের বাড়ি ছাড়তে হয়েছিল। স্নাতক শেষ হতেই বাবা তাকে নির্দেশ দেন অভিনয় নিয়ে এগোতে হলে আর চণ্ডীগড়ে থাকা চলবে না, সরাসরি মুম্বাই চলে যেতে হবে।
বাবার সেই নির্দেশ মেনেই আজকের সুপারস্টার আয়ুষ্মান খুরানা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জীবনের সেই কঠিন সময়ের কথা তুলে ধরেছেন তিনি।
জ্যোতিষশাস্ত্র নিয়ে আয়ুষ্মানের দৃষ্টিভঙ্গি
আয়ুষ্মানের বাবা জ্যোতিষশাস্ত্রে আগ্রহী হওয়ায়, অভিনেতার জীবনেও জ্যোতিষশাস্ত্রের প্রভাব আছে কি না এমন প্রশ্ন ওঠে। বিশেষ করে কোনো ছবি মুক্তির আগে বাবার থেকে তিনি বিশেষ কোনো 'পরামর্শ' নেন কি না।
এই প্রসঙ্গে আয়ুষ্মান বলেন, "আপনারা শুনলে অবাক হবেন, আমি সব সময় জ্যোতিষশাস্ত্র থেকে দূরে থেকেছি। আমার নামের বানানেও অতিরিক্ত অক্ষর রয়েছে, কিন্তু সেটা ছোটবেলা থেকেই রয়েছে। আমি কিছু করিনি, আমি হাতে আংটিও পরি না। আমি কুসংস্কার বা এই ধরনের বিষয়ে বিশ্বাসী নই।"
তিনি যোগ করেন, "আমি ঈশ্বরে বিশ্বাস করি, কর্মেও বিশ্বাস করি।"
বাবার কড়া নির্দেশ
কলেজে স্নাতক শেষ করার পর আয়ুষ্মান যখন থিয়েটার করতেন, তখন তাকে এক প্রকার বাড়ি থেকে বেরিয়ে যেতে বলা হয়েছিল।
অভিনেতা জানান, বাবা কড়া সুরে তাকে বলেছিলেন, "অভিনয় নিয়ে এগোতে হলে মুম্বাই চলে যাও। চণ্ডীগড়ে থেকে কিছু হবে না। এখনই বেরিয়ে না গেলে, জীবনে আর কিছু করা হবে না।"
বাবার সেই নির্দেশ ফেরাননি আয়ুষ্মান। সঙ্গে সঙ্গে চণ্ডীগড় ছেড়ে মুম্বই যাওয়ার প্রস্তুতি শুরু করেন। অভিনেতা মনে করেন, সেই দিন যদি তিনি বাবার কথা না শুনতেন এবং বাড়ি থেকে না বেরোতেন, তাহলে হয়তো আজকের মতো সফল অভিনেতা হওয়া তার পক্ষে সম্ভব হতো না।