আইয়ুব বাচ্চুর গিটার আর কণ্ঠে মুগ্ধ হননি, এমন শ্রোতা খুঁজে পাওয়া কঠিন। যদি তিনি আজ বেঁচে থাকতেন, হয়তো এখনও দেশ-বিদেশের মঞ্চ মাতিয়ে বেড়াতেন। কিন্তু সাত বছর আগে, ১৮ অক্টোবরের সকালে তাঁর চলে যাওয়ার খবর পুরো দেশকে স্তব্ধ করে দিয়েছিল। কেউ ছুটে গিয়েছিলেন হাসপাতালে, কেউ শহীদ মিনারে, কেউ আবার চট্টগ্রামে যেখানে চিরনিদ্রায় শায়িত বাংলাদেশের ব্যান্ড কিংবদন্তি আইয়ুব বাচ্চু। আজ তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী।
মৃত্যুর আগে আইয়ুব বাচ্চু বলেছিলেন কিছু স্বপ্নের কথা, যা পূরণের চেষ্টা করছে ‘আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন’। ২০২০ সালে ফাউন্ডেশনের যাত্রা শুরু হলেও এটি আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত হয় ২০২৫ সালের ৯ জুলাই। ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার বলেন, “বাচ্চুর স্বপ্ন পূরণ করতে পারলেই নিজেকে সার্থক মনে করব। চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু সেই স্বপ্ন বাস্তবায়নে পৃষ্ঠপোষকতা খুব জরুরি।”
তাঁর সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ শনিবার সন্ধ্যায় ঢাকার মগবাজারের একটি কনভেনশন সেন্টারে আইয়ুব বাচ্চু ফাউন্ডেশন দোয়া মাহফিলের আয়োজন করেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ব্যান্ডজগতের সহযাত্রীরা, পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা।
অস্ট্রিয়া থেকে যুক্তরাষ্ট্র দুনিয়ার নানা প্রান্ত থেকে গিটার সংগ্রহ করেছিলেন আইয়ুব বাচ্চু। প্রায় ৫০টি গিটার এখন তাঁর মগবাজারের বাসায় সযত্নে রাখা আছে। এই গিটারগুলো নিয়েই গড়ে উঠছে ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম’, যেখানে থাকবে তাঁর ব্যবহৃত গিটার, পোশাক, হ্যাট, ক্যাপ, সানগ্লাসসহ নানা স্মারক। ফাউন্ডেশনের সেক্রেটারি ও এলআরবির দীর্ঘদিনের সহযাত্রী আবদুল্লাহ আল মাসুদ বলেন, “মিউজিয়ামে শুধু বসের গিটার নয়, ভার্চ্যুয়াল রিয়েলিটিতে তাঁর কনসার্ট উপভোগ করার ব্যবস্থাও থাকবে। থাকবে একটি স্টুডিও ও মিলনায়তন, যেখানে নতুন শিল্পীরা কাজ করতে পারবেন।” তবে স্বপ্নটি বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক পৃষ্ঠপোষকতা। মাসুদ আরও বলেন, “আমরা ১০ কাঠা জায়গায় একটি ‘আইয়ুব বাচ্চু মিউজিয়াম ও কালচারাল হাব’ করার স্বপ্ন দেখি, যেখানে থাকবে মিলনায়তন, মিউজিক্যাল ক্যাফে ও ইন্টারঅ্যাকটিভ সেশন স্পেস।”
ফেরদৌস আক্তার জানান, গিটারগুলো নির্দিষ্ট তাপমাত্রায় সংরক্ষণ করা হচ্ছে। তাঁর ভাষায়, “আইয়ুব বাচ্চুর গিটার তাঁর অস্তিত্বেরই অংশ, তাই যত্নে রাখার জন্য যা যা করা দরকার করছি।”
আইয়ুব বাচ্চুর স্টুডিও ‘এবি কিচেন’-এ তৈরি হয়েছে দুই শতাধিক গান, যার মধ্যে অন্তত ২৫টি এখন প্রকাশের উপযোগী। আবদুল্লাহ আল মাসুদ বলেন, “সব গানই বাচ্চু ভাইয়ের গাওয়া ও সুর করা। নিয়মিত গীতিকাররাই কথা লিখেছেন। তবে গান প্রকাশে এখনো পৃষ্ঠপোষকতা দরকার।”
সম্প্রতি চীনের বেইজিংয়ে বাংলাদেশের হয়ে পারফর্ম করেছেন গিটারিস্ট ইমন চৌধুরী ও অনি হাসান, সঙ্গে ছিলেন ডি-রকস্টার শুভ। সেখানে তাঁরা আইয়ুব বাচ্চুকে শ্রদ্ধা জানিয়ে পরিবেশন করেন তাঁর জনপ্রিয় গান ‘সেই তুমি’ ও ‘ঘুমন্ত শহর’। ইমন চৌধুরী বলেন, “বাচ্চু ভাই আমাদের খুব ভালোবাসতেন। তাঁর চোখে প্রিয় গিটারিস্ট হতে পারা জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। এবার চীনে তাঁর প্রতি শ্রদ্ধা জানাতে পেরে খুব আবেগপ্রবণ হয়েছিলাম।”
ইমন ও অনি দুজনই এখন পরিকল্পনা করছেন আইয়ুব বাচ্চুর কিছু গান ইনস্ট্রুমেন্টাল ভার্সনে নতুনভাবে উপস্থাপন করার। তাঁদের কথায়, এটি হবে বাচ্চুর প্রতি তাঁদের ভালোবাসা ও শ্রদ্ধার এক সংগীতময় প্রকাশ।
আজ আইয়ুব বাচ্চুর সপ্তম মৃত্যুবার্ষিকীতে ভক্তরা স্মরণ করছে এক চিরজীবন্ত কিংবদন্তিকে, যিনি গিটার আর সুরে অমর হয়ে আছেন। তাঁর নিজের কথাতেই যেন সত্যি হয়ে থাকে “ভালোবাসা কখনো মরে না, যেমন মরে না সুর।”