ভারতীয় চলচ্চিত্র পরিচালক অ্যাটলির জীবনে নতুন আনন্দের খবর। খুব শিগগিরই দ্বিতীয় সন্তানের বাবা হতে চলেছেন তিনি। কিছুক্ষণ আগে, অ্যাটলি ও তাঁর স্ত্রী প্রিয়া অ্যাটলি সোশ্যাল মিডিয়ায় তাঁদের দ্বিতীয় সন্তানের আগমনের সুখবর শেয়ার করেছেন। সেই সঙ্গে প্রকাশ করেছেন তাঁদের সুন্দর মাতৃত্বকালীন ফটোশুটের ছবিও, যা দেখে অনুরাগী ও তারকারা ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন।
জনপ্রিয় পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক অ্যাটলি দ্বিতীয়বারের মতো বাবা হতে চলেছেন। ২০২৬ সালের ২০ জানুয়ারি, তিনি ও প্রিয়া একটি যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে এই সুখবর জানান। পোস্টে মাতৃত্বকালীন ফটোশুটের একাধিক ছবি শেয়ার করে তাঁরা লেখেন, “আমাদের পরিবারের নতুন সদস্যের আগমনে আমাদের ঘর আরও আনন্দে ভরে উঠতে চলেছে। হ্যাঁ, আমরা আবারও বাবা-মা হতে চলেছি। আপনাদের সকলের আশীর্বাদ, ভালোবাসা ও প্রার্থনা চাই। ভালোবাসাসহ, অ্যাটলি, প্রিয়া, মীর, বেকি, ইউকি, চকি, কফি এবং গুফি।”
ছবিগুলিতে দেখা যায়, প্রিয়া তাঁর বেবি বাম্প নিয়ে হাসিমুখে পোজ দিচ্ছেন এবং পাশে বসে আছেন অ্যাটলি। তাঁদের তিন বছরের ছেলে মীরও মায়ের মতো একই ভঙ্গিতে পোজ দিয়েছে, যা মুহূর্তটিকে আরও বিশেষ করে তুলেছে। পরের কয়েকটি ছবিতে দম্পতিকে একসঙ্গে এই সুন্দর সময় উপভোগ করতে দেখা যায়। অ্যালবামের সবচেয়ে মিষ্টি ছবিটিতে রয়েছে তাঁদের পাঁচটি পোষা প্রাণী, বেকি, ইউকি, চকি, কফি এবং গুফি।
ঘোষণার পরপরই মন্তব্যে শুভেচ্ছার বন্যা বয়ে যায়। কীর্তি সুরেশ লেখেন, “অভিনন্দন আমার প্রিয়জনেরা। নাইক ও কেনির পক্ষ থেকে অনেক ভালোবাসা।” জাহ্নবী কাপুর লাল হার্ট ইমোজি দিয়ে তাঁদের “সেরা” বলে উল্লেখ করেন। সামান্থা রুথ প্রভুও শুভেচ্ছা জানিয়ে লেখেন, “খুব সুন্দর। অভিনন্দন আমার সুন্দরী হবু মা।” বীর পাহাড়িয়াও অ্যাটলি পরিবারের উচ্ছ্বাসে সামিল হন।
উল্লেখ্য, ২০১৪ সালের ৯ নভেম্বর অ্যাটলি ও প্রিয়ার বিয়ে হয়। ২০২৩ সালের ১৩ জানুয়ারি তাঁদের প্রথম সন্তান মীরের জন্ম হয়।