বছর ঘুরতেই আবারও ঢাকার মঞ্চ মাতাতে আসছেন জনপ্রিয় পাকিস্তানি গায়ক আতিফ আসলাম। আগামী ১৩ ডিসেম্বর একটি কনসার্টে অংশ নিতে যাচ্ছেন তিনি। আয়োজক প্রতিষ্ঠান মেইন স্টেজ এই খবর নিশ্চিত করেছে। তাঁরা ‘আতিফ আসলাম অ্যাট মেইন স্টেজ শো’ শিরোনামের এই ওপেন এয়ার কনসার্টটির আয়োজন করেছেন রাজধানীর বসুন্ধরা মাঠে।
ওই দিন বেলা ১টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে এবং কনসার্ট শুরু হবে বিকেল ৫টায়, যা চলবে রাত সাড়ে ১০টা পর্যন্ত। শীঘ্রই এই অনুষ্ঠানের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। টিকিট পাওয়া যাবে জেনারেল ও ফ্রন্ট ভিআইপি এই দুটি ক্যাটাগরিতে।
এর আগে গত বছরের ২৯ নভেম্বর ঢাকা এসেছিলেন আতিফ আসলাম। ‘ম্যাজিকাল নাইট ২.০’ নামের সেই কনসার্টে তিনি ‘জিতনি দোফা’, ‘তু চাহিয়ে’, ‘ও লামহে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ সহ তাঁর জনপ্রিয় গানগুলো দিয়ে মঞ্চ মাতিয়েছিলেন।